মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের সমাপনী অনুষ্ঠানে এই বিশেষ স্বীকৃতি পায় সিনেমাটি।
Published : 25 Apr 2025, 03:31 PM
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে 'স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড' (জুরি) জিতেছে বাংলাদেশের জাহাজীদের জাহাজ জীবনের গল্প তুলে ধরা সিনেমা ‘মাস্তুল’।
‘মাস্তুলের’ পুরস্কার প্রাপ্তিতে 'প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির’ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।
মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেয় উৎসবের আয়োজক কর্তৃপক্ষ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি
উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই বিশেষ স্বীকৃতি পেয়েছে মোহাম্মদ নুরুজ্জামানের এই সিনেমাটি।
গত ২২ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় মস্কো উৎসবে মাস্তুলের প্রিমিয়ার হয়; প্রথম প্রদর্শনীর পর বৃহস্পতিবার রাত ১১টায় দ্বিতীয় প্রদর্শনী হয়েছে।
নূরুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন, "মস্কোতে ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ারে বেশ প্রশংসা পেয়েছি। বিভিন্ন দেশের সাধারণ দর্শক থেকে সিনেমা সমালোচক, সাংবাদিকরা সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছেন।”
‘মাস্তুল’ নিয়ে মানুষের আগ্রহ নূরুজ্জামানের কাছে ‘বড় প্রাপ্তি’ বলে মনে হয়েছে ।
“এরমধ্যে ফার্স্ট প্রাইজ সেরেমনিতে ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটি’ কর্তৃক ‘স্পেশাল মেনশন’ পাওয়া সিনেমার জন্য বিশেষ অর্জন!"
জলে ভেসে চলা জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ আরো অনেকে।
সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে ‘টঙঘর’ টকিজ।
উৎসব শেষে পরিচালকসহ এই সিনেমার টিমের আরো যারা যারা গিয়েছিলেন মস্কোতে, তারা দেশে ফিরছেন শনিবার।
আরও পড়ুন:
'মাস্তুল' সিনেমার প্রিমিয়ার মস্কোতে
'আম কাঁঠালের ছুটির' নির্মাতা বানালেন 'মাস্তুল'