রানি ও আদিত্যর চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে সন্তানকে আড়াল করার।
Published : 25 Apr 2025, 12:14 PM
দশ বছর আগে কন্যা সন্তানের মা হলেও, মেয়েকে পারতপক্ষে সামনে আনেন না বলিউডের অভিনেত্রী রানি মুখার্জি।
রানি বলেছেন, তারকাসন্তান বলে মেয়ে ‘আদিরা চোপড়া যাতে আলাদাভাবে নজরে না আসে’ সে ব্যাপারে তিনি এবং তার স্বামী আদিত্য চোপড়া শুরু থেকেই অত্যন্ত সচেতন ভূমিকায় আছেন।
বলিউড তারকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।
সোশাল মিডিয়ায় নায়িকারা নিজেদের ’বেবি বাম্পের’ ছবির সুনামি বইয়ে দিলেও সন্তান জন্মের পর আর কোনো ছবি দেন না, বা দিলেও ছবির উপরে কোনও না কোনও ‘গ্রাফিক স্টিকার’ বসিয়ে দেন।
এক্ষেত্রে বলিউডি শিল্পীদের ধারাই রানি বজায় রেখেছেন বলে লিখেছে আনন্দবাজার।
রানি বলেন, “মেয়েকে সাধারণ জীবনের স্বাদ দিতে চাই আমরা। শুধু আমি নই, আদিত্যও এ বিষয়ে একমত। এখনই প্রচারের আলোয় এনে মেয়েকে বিব্রত করতে চাইনা আমরা।“
এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমি সবিনয়ে অনুরোধ করি ছবি না তোলার জন্য। আলোকচিত্রীরাও আমাদের মনোভাব বুঝে গেছেন।”
২০১৪ সালে দেশের বাইরে গিয়ে বিয়ে করেন রানি ও আদিত্য। তার আগে দীর্ঘসময় ধরে চলছে দুজনের প্রেমপর্ব।
চ্যাট শো ‘কফি উইথ করণে’ রানির পালিয়ে বিয়ে করার খবর জানিয়ে নির্মাতা প্রযোজক করণ জোহর একবার বলেছিলেন, বিদেশের মাটিতে রানির বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন মাত্র ১৮ জন।
নব্বই দশকের শুরুতে ‘রাজা কি আয়েগি বরাত’ সিনেমা দেখে রানিকে ‘সম্ভাবনাময়’ অভিনেত্রী বলে মনে হয়েছিল আদিত্যর। এরপরে তার এবং শাহরুখের পরামর্শে করণ তার প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে ‘টিনা’ চরিত্রে রানিকে ঠিক করেন। এর কয়েক বছর পর যশরাজ ব্যানারে কয়েকটি সিনেমা করেন রানি।
রানি যখন যশরাজ প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন, সে সময়ে প্রেমিকা পায়েল খান্নাকে বিয়ে করে আদিত্য সদ্য বিবাহিত।
প্রথম স্ত্রী থাকা অবস্থাতেই আদিত্য রানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে গুঞ্জন আছে। এরপর ২০০৯ সালে আদিত্য ও পায়েলের বিচ্ছেদ হলে রানিকে দায়ী করেন কেউ কেউ।
রানিকে এ কারণে পরের দিকে একেবারেই পছন্দ করতেন না আদিত্যর মা-বাবা পামেলা ও যশ চোপড়া।
তবে ২০১৪ সালে আদিত্য যখন রানিকে বিয়ে করেন, তখন আর যশ চোপড়া আর বেঁচে নেই।
আদিত্য ও রানির পালিয়ে বিয়ে করার ঘটনা শুরুতে তাদের দুই পরিবারের কেউ মেনে নিতে পারেননি বলে জানিয়েছিলেন করণ। এমনকি ছেলের বউকে ঘরেও তোলেননি পামেলা।
এ কারণে বিয়ের পর প্রায় একবছর হোটেলে থাকতে হয়েছিল আদিত্য আর রানিকে। অবশেষে মায়ের মন নরম হলে বউ নিয়ে বাড়ি ফিরে যান আদিত্য।