“সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় সাংবিধানিক আদালতগুলোর আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।”
Published : 25 Apr 2025, 08:01 PM
নাগরিক জীবনে সংবিধানকে অর্থবহ করে তুলতে বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শুক্রবার ইস্তামবুলে তুরস্কের সাংবিধানিক আদালতের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, “বাংলাদেশের উচ্চ আদালত বিভিন্ন স্বপ্রণোদিত উদ্যোগের পাশাপাশি জনস্বার্থ মামলার মাধ্যমে যে সক্রিয় ভূমিকা পালন করেছে, তা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন দ্বার উন্মোচন করেছে।”
তিনি বলেন, “বর্তমান যুগে সাধারণ মানুষের অধিকারের সুরক্ষায় সাংবিধানিক আদালতগুলোর আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।
“বিশেষ করে জলবায়ু, ন্যায়বিচার, ডিজিটাল অধিকার ও তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তঃদেশীয় বৈষম্য মোকাবিলায় বিশ্বের প্রতিটি দেশে এমন ন্যায়বিচার কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি, যা নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, আবার বৈশ্বিক প্রেক্ষাপটেও ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিচার বিভাগের প্রতিনিধি ও আইনজ্ঞদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, “এ সফর এমন একটি সময়ে হচ্ছে, যখন বাংলাদেশের বিচার বিভাগ একটি সুদূরপ্রসারী ও কাঠামোগত সংস্কারের পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে।
“তুরস্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ আরও দৃঢ়ভাবে বিচার বিভাগীয় সম্পর্ক ও সহযোগিতা গড়ে তুলতে সক্ষম হবে।”
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ইস্তামবুল পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক।