পুলিশ বলছে, মোহাম্মদ আলী তার মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
Published : 24 Apr 2025, 11:12 PM
চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি আদালতে ‘ঘটনা স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার কেরানীহাট এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের তথ্য দেন সাতকানিয়া থানার এসআই রোমান হোসেন।
গ্রেপ্তার মোহাম্মদ আলীর (৪০) বাড়ি সাতকানিয়া ছদহা ইউনিয়নে।
এসআই রোমান বলেন, মোহাম্মদ আলীকে বিকালে আদালতে নেওয়ার পর তিনি অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেন। মেয়েটিও আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ বলছে, মোহাম্মদ আলী তার কিশোরী মেয়েকে ভয় দেখিয়ে বাড়িতে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বৃহস্পতিবার গর্ভপাত করানোর জন্য মোহাম্মদ আলী তাকে হাসপাতালে নিয়ে যান। আর হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটির মায়ের অনুমতি ছাড়া গর্ভপাতে রাজি নাহলে তার তাকেও ডেকে আনা হয়। এরপর মেয়েটি ধর্ষণের ঘটনা বলে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়ে পুলিশ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে।