কোপা দেল রে
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বললেন, কোপা দেল রের ফাইনালে চমক দেখানোর জন্য প্রস্তুত তরুণ ফরোয়ার্ড।
Published : 26 Apr 2025, 01:17 AM
লা লিগায় শিরোপার স্বাদ পেয়েছেন, জিতেছেন স্প্যানিশ সুপার কাপ। এবার স্পেনের ঘরোয়া ফুটবলের আরেক প্রতিযোগিতা কোপা দেল রের ট্রফি জয়ের হাতছানি লামিনে ইয়ামালের সামনে। বড় ম্যাচে জ্বলে ওঠার স্বভাব কি রেয়াল মাদ্রিদের বিপক্ষে এই লড়াইয়েও ধরে রাখতে পারবেন তিনি? তা যে পারবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই হান্সি ফ্লিকের। বার্সেলোনা কোচ বলেছেন, ফাইনালে চমক দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, বার্সেলোনার হয়ে নিজের ৯৯তম ম্যাচে বিশেষ কিছু দেখানোর জন্য প্রস্তুত ইয়ামাল।
“১৭ বছর বয়সী হিসেবে সে একজন অবিশ্বাস্য ফুটবলার। আগামীকাল সে চমক দেখাবে। আপনাদের জন্য তার আস্তিনে কিছু একটা আছে। আপনারা সেটা দেখবেন।”
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে রেয়াল ও বার্সেলোনা। আগের দুটি ক্লাসিকোয় ৪-০ ও ৫-২ ব্যবধানে জিতেছিল ফ্লিকের দল। কোপা দেল রের ফাইনালের আগে সেই দুই ম্যাচ একদমই গুরুত্ব পাচ্ছে না বার্সেলোনা কোচর কাছে।
“এগুলো অতীতে ঘটেছে। ওরা অসাধারণ এক দল যারা আমাদের ভোগাতে পারে। আমরা যেমন খেলতে চাই আমাদের সেভাবেই খেলতে হবে। আমি যেমন দেখতে চাই দল সেটাই করছে, শিরোপা জয়ের জন্য যা তাদের করা প্রয়োজন।”
আগের দুই লড়াইয়ের মতো এবারও বড় জয় চান বার্সেলোনা ভক্তরা। তবে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার চেয়ে জয়ই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ফ্লিক।
“রেয়াল মাদ্রিদ দারুণ একটি ক্লাব এবং তাদের সম্মান করা উচিত। এটা হতে পারে কেবল ৯০ মিনিটের লড়াই কিংবা এর বেশি। এটা একটা শিরোপা লড়াই, এখানে জয়ই মূখ্য।”
“শিরোপা জেতার জন্য আমাদের লড়াই করতে হবে। মৌসুমের শুরুতে আমরা অভিযান শুরু করেছিলাম, শিরোপা জয়ের ভাবনা নিয়ে। এখন আমরা সেখানে পৌঁছেছি, তবে আমরা এটা জানি জেতা কতটা কঠিন।”
আরও পড়ুন:
'তিনি অভিযোগ করেন না, হুমকি দেন', রেয়াল মাদ্রিদ সভাপতিকে নিয়ে তেবাস
রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'
ফাইনালের আগে কড়া অবস্থানে রেয়াল মাদ্রিদ
রেফারিদের যত্ন নিতে বললেন বার্সেলোনা কোচ
ফাইনালের আগে ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা