কোপা দেল রে
চলতি মৌসুমের অন্য দুই ক্লাসিকোর ফল ভুলে, সতীর্থদের আবারও নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ দিলেন বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।
Published : 26 Apr 2025, 01:20 AM
রবের্ত লেভানদোভস্কির অনুপস্থিতিতে কি ধার হারিয়েছে আক্রমণ? ৪০ শট নিয়েও স্রেফ একটি গোল পাওয়ার পর কি ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন বার্সেলোনা? কোপা দেল রের ফাইনালের আগে উঠছে প্রশ্নগুলো। তবে এ নিয়ে একদমই না ভাবার কথা বলেছেন দলটির মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন টিভিথ্রির মুখোমুখি হয়ে ডাচ তারকা ডি ইয়ং বলেন, সাম্প্রতিক সময়ের ভোগান্তি নিয়ে একদমই উদ্বিগ্ন নন তারা।
চলতি মাসে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাতটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর একটিতে হেরেছে, একটিতে ড্র করেছে, জিতেছে বাকি পাঁচটিতে।
কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-০ গোলে জিতে মাস শুরু করে বার্সেলোনা। পরের ম্যাচে লা লিগায় ১-১ গোলে ড্র করে রেয়াল বেতিসের সঙ্গে।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। পরের সপ্তাহে ফিরতি লেগে হারে ৩-১ গোলে। তবে ৫-৩ গোলের অগ্রগামিতায় জায়গা করে নেয় সেমি-ফাইনালে।
এই দুই ম্যাচের মাঝে লা লিগায় লেগানেসের বিপক্ষে জেতে ১-০ গোলে। গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে হারের শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত জেতে ৪-৩ গোলে। তারপর মায়োর্কার বিপক্ষে সুযোগ হাতছাড়ার মহড়ায় ৪০ শট নিয়ে জেতে ১-০ গোলে।
এসব থেকে মনে হতে পারে, রেয়ালের মুখোমুখি হওয়ার আগে একটু হলেও অস্বস্তিতে আছে বার্সেলোনা। তবে তেমন কিছু উড়িয়ে দিলেন ডি ইয়ং।
“আমরা বরাবরের মতোই প্রস্তুতি নিচ্ছি, অনুশীলন করছি। এটা আরও বেশি স্পেশাল ম্যাচ, বিশেষ করে ক্লাসিকো হওয়ায়। আমরা শারীরিকভাবে ভালো অবস্থায় আছি, সবাই ভালো অনুভব করছে এবং প্রাণশক্তিতে ভরপুর।”
“মনে হতে পারে আমরা একটু বেশি ভুগছি, তবে এটা স্বাভাবিক। আমরা প্রতিটা ম্যাচ ৩-৪ গোলের ব্যবধানে জিততে পারব না। আমাদের তিন শিরোপার সবকটি জেতার সুযোগ আছে।”
চলতি মৌসুমে তৃতীয়বার মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল। আগের দুই ক্লাসিকোয় ৪-০ ও ৫-২ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি। ডি ইয়ং মনে করেন না, সেই দুই একপেশে ম্যাচের কোনো প্রভাব এবারের লড়াইয়ে থাকবে।
“বার্সেলোনা ও রেয়ালের লড়াই বিশেষ এক ম্যাচ, যেটায় দুই দলেরই জয়ের সম্ভাবনা থাকে। আমি মনে করি না, সবশেষ দুটি ক্লাসিকোর কোনো প্রভাব এই ম্যাচে থাকবে। আমরা কেবল কালকের ফাইনাল নিয়েই ভাবছি। আমরা এটা জিততে চাই, বাকিটা এরপর দেখব।”
আরও পড়ুন:
'তিনি অভিযোগ করেন না, হুমকি দেন', রেয়াল মাদ্রিদ সভাপতিকে নিয়ে তেবাস
রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'
ফাইনালের আগে কড়া অবস্থানে রেয়াল মাদ্রিদ
রেফারিদের যত্ন নিতে বললেন বার্সেলোনা কোচ