কোপা দেল রে
হান্সি ফ্লিকের মতে, রেফারিদের অসম্মান করা মোটেও সমীচীন নয়।
Published : 26 Apr 2025, 01:25 AM
কোপা দেল রের ফাইনালের আগে আলোচনার তুঙ্গে যেন রেফারিং। স্বাভাবিকভাবে হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনেও উঠল এই প্রসঙ্গ। বার্সেলোনা কোচের মতে, রেফারিদের অসম্মান করা মোটেও সমীচীন নয়।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে শনিবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেভিয়ার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি। তাদের বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয়, ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ক্যারিয়ারজুড়ে করা একাধিক ভুল।
আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে শুক্রবার সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দে বুর্গোস। একই সংবাদ সম্মেলনে ফাইনালের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ‘ব্যবস্থা নেবেন’ তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর এই দুজনকে ফাইনাল থেকে অপসারণের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অনুরোধ করেছে রেয়াল। তবে কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করবে না বলে জানিয়ে দিয়েছে ফেডারেশন।
দাবি না মানায় ফাইনালের আগের দিন অনুশীলন ও সংবাদ সংবাদ সম্মেলন বাতিল করেছে রেয়াল। মাদ্রিদের দলটির এই সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্য সংবাদ সম্মেলনে আসেন ফ্লিক। রেফারির কান্না ও রেয়ালের রেফারি পরিবর্তনের দাবি নিয়ে মতামত জানতে চাওয়া হয় বার্সেলোনা কোচের কাছে। জার্মান কোচ তুলে ধরেন তার ভাবনা।
“আমাদের চারপাশের লোকেদের রক্ষা করতে হবে। মাঠে, এমন কিছু সিদ্ধান্ত থাকে যার প্রভাব পড়ে, কিন্তু ম্যাচের পর সবকিছু শেষ হয়ে যায়। সবাই খেলোয়াড়দের মাঠে দেখতে চায়। আমাদের রেফারিদের দরকার
আরও পড়ুন:
'তিনি অভিযোগ করেন না, হুমকি দেন', রেয়াল মাদ্রিদ সভাপতিকে নিয়ে তেবাস
রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'
ফাইনালের আগে কড়া অবস্থানে রেয়াল মাদ্রিদ
ফাইনালের আগে ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা
ফাইনালের রেফারি পরিবর্তন চায় রেয়াল মাদ্রিদ
রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনায় কাঁদলেন ফাইনালের রেফারি
আছে। কয়েক মাস আগে আমি বলেছিলাম, আমাদের তাদের যত্ন নিতে হবে। কোচ, খেলোয়াড়দের, এটাই আমাদের করা উচিত। তাদের যত্ন না নেওয়া ন্যায্য হবে না।”