কোপা দেল রে
বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগে রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে মাদ্রিদের ক্লাবটি।
Published : 25 Apr 2025, 11:42 PM
কোপা দেল রের ফাইনালের মূল রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) বক্তব্যে ক্ষুব্ধ রেয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর খবর, এই দুজনকে পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল।
ম্যাচে রেফারিদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভির প্রকাশিত ভিডিওর পাল্টা সমালোচনা করেছেন ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গনসালেস ফুয়ের্তেস।
আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে শুক্রবার সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দে বুর্গোস। একই সংবাদ সম্মেলনে গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ‘ব্যবস্থা নেবেন’ তারা।
এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, এই দুজনকে ফাইনাল থেকে অপসারণের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অনুরোধ করেছে রেয়াল। তবে সংবাদমাধ্যমটি জানতে পেরেছে, কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করবে না ফেডারেশন।
আরও পড়ুন:
'তিনি অভিযোগ করেন না, হুমকি দেন', রেয়াল মাদ্রিদ সভাপতিকে নিয়ে তেবাস
রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'
ফাইনালের আগে কড়া অবস্থানে রেয়াল মাদ্রিদ
রেফারিদের যত্ন নিতে বললেন বার্সেলোনা কোচ
ফাইনালের আগে ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা