রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ইউরি উশাকোভ বলেছেন, উইটকফের সঙ্গে বৈঠকে দু’পক্ষের অবস্থান কেবল ইউক্রেইনই নয়, অন্যান্য প্রসঙ্গেও কাছাকাছি এসেছে।
Published : 25 Apr 2025, 11:17 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মস্কো সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।
পুতিনের সহযোগী ইউরি উশাকোভ শুক্রবার একথা জানিয়েছেন। তিনি নিজেও বৈঠকে অংশ নেন। উশাকোভ জানান, পুতিনের সঙ্গে উইটকফের তিন ঘণ্টার বৈঠক হয়েছে এবং তা ফলপ্রসুও হয়েছে।
অন্যান্য নানা বিষয়ের মধ্যে তারা ইউক্রেইন-রাশিয়া সরাসরি শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের অবস্থান কেবল ইউক্রেইন প্রসঙ্গেই নয়, অন্যান্য প্রসঙ্গেও কাছাকাছি এসেছে বলে জানান উশাকোভ।
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ফলদায়ক আলোচনা বিভিন্ন পর্যায়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বছর পুতিনের সঙ্গে এটি ছিল ট্রাম্পের দূত স্টিভ উইটকফের চতুর্থ বৈঠক। পুতিনের সঙ্গে ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতেই উইটকফ মস্কো সফরে যান।
শুক্রবার তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল। এই হত্যাকাণ্ডের জন্য ক্রেমলিন ইউক্রেইনকে দায়ী করেছে।
ইউক্রেইন এখনও এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি চুক্তি করার জন্য রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বিশেষ করে বুধবার দিবাগত রাতে ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনার পর এ আহ্বান জানান জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রও কিইভে ওই হামলার পর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। হামলার পরই পুতিনের সঙ্গে কথা বলতে মস্কোয় গেছেন ট্রাম্পের দূত উইটকফ।