Published : 11 Aug 2024, 10:09 AM
‘পদাতিক’ সিনেমার চিত্রনাট্যের নায়ক ভারতের প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেন, কিন্তু প্রায় তিন মিনিটের ট্রেইলার শুরু হয়েছে আরেক কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায় এবং তার অনবদ্য সৃষ্টি ‘পথের পাঁচালী’র ঝলক দেখিয়ে। ট্রেইলারে মৃণাল কখনো হতাশ হয়ে বলছেন, “আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না, আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল।” আবার কখনো প্রত্যয়ী মৃণাল বলছেন, “যে গল্পটা যেভাবে বলছি, সেভাবেই বলব।” সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমার প্রকাশ হওয়া ট্রেইলার জুড়ে তিন বয়সের মৃণালের জীবন, দর্শন, কাজ আর সিনেমা নিয়ে সংগ্রাম এঁকেছেন সৃজিত। তুলে ধরেছেন ভারত স্বাধীনে স্বদেশী আন্দোলনের উত্তাল ইতিহাস। এখানে মৃণাল রূপে অভিনেতা চঞ্চল চৌধুরীর শক্ত উপস্থিতি, গান এবং সংগীতায়োজন নিয়ে সোশাল মিডিয়ায় দারুণ প্রংশসা এসেছে সৃজিতের কাজটি নিয়ে। ‘পদাতিক’ ভারতে মুক্তি পাচ্ছে ১৫ অগাস্ট। পরদিন ঢাকায় মুক্তির কথা থাকলেও, সরকার পতন ঘিরে চলমান পরিস্থিতিতে দেশে চঞ্চলের এই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।