Published : 06 May 2025, 09:40 PM
চুয়াডাঙ্গায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু হচ্ছে। গুটি ও আঁটি আম ভাঙার মধ্য দিয়ে এ জেলায় আমের বাজারজাত শুরু হবে।
মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় জেলার আম সংগ্রহ সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এ সময় আমবাগান মালিকরা উপস্থিত ছিলেন।
মাসুদুর রহমান সরকার বলেন, জেলায় মোট দুই হাজার ৩০০ হেক্টর জমিতে আমের বাগান আছে। সাত হাজার কৃষক সরাসারি এই আমবাগানের সঙ্গে সম্পৃক্ত। ১২-১৩ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন আমবাগানের সঙ্গে। এ বছর ৩৪ হাজার ৫০০ টন আম উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ১৫ মে জেলায় আম সংগ্রহ শুরু হবে। ১৫ মে গাছ থেকে নামানো হবে গুটি ও আঁটি জাতীয় আম। ২২ মে হিমসাগর আম সংগ্রহ শুরু হবে। এভাবে ২৮ মে ল্যাংড়া, ০৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি ও ২৮ জুন আশ্বিনা এবং বারি ফোর আম সংগ্রহ করা হবে।
সভায় জানানো হয়, আমে কোনোক্রমেই ক্ষতিকারক বিষ ব্যবহার করা যাবে না। নির্ধারিত তারিখের আগে কোনো বাগান থেকে নির্ধারিত আম ছাড়া অন্য আম নামানো যাবে না। নির্ধারিত তারিখেও যদি কোনো বাগানের আম পরিপক্ক না হয় তাহলে তা নামানোর আগে পরিপক্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পুরো আমের মৌসুম তদারকিতে রাখবে। নির্দেশনা অমান্য করলে অপরাধিকে শাস্তির আওতায় আনা হবে।