Published : 06 May 2025, 03:48 PM
কবরে আগুনে পোড়া কাপড় ও কাঠ পাওয়ার পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক এক কাউন্সিলরের লাশ উত্তোলন করা হয়েছে।
দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে মৃত্যুর রহস্য উদঘাটনে মঙ্গলবার দুপুরে তার লাশ তোলা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম।
২০২৪ সালের ১৫ নভেম্বর মোবারক হোসেন হঠাৎ স্ট্রোক করে মারা যান। তিনি মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মোবারক পৌর এলাকার গাংপাড় এলাকার প্রয়াত তালেব হোসেনের ছেলে।
স্বাভাবিক মৃত্যু ভেবে তাকে দাফন করা হলেও পরে তার কবরে পাওয়া বিভিন্ন আলামত ও সন্দেহ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান মোবারক হোসেনের ছেলে আবির হোসেন।
স্বজনরা জানান, ২২ মার্চ সকালে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখা যায়। এ সময় কবরের ওপর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড় ও পোড়া কাঠসহ বিভিন্ন আলামত পাওয়া যায়।
এতে সন্দেহ হলে মোবারক হোসেনের ছেলে আবির হোসেন থানায় জিডি করেন। পুলিশি তদন্তের একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর থেকে মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাফিউর রহমানের নেতৃত্বে সাবেক এই কাউন্সিলরের লাশ উত্তোলন করা হয় বলে জানান ওসি নজরুল ইসলাম।
এ সময় মোবারক হোসেনের পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।