Published : 06 May 2025, 06:57 PM
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে বর্ষা আসার আগেই ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ জন। রাজ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।
টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, বিভিন্ন জেলায় বজ্রপাত ও প্রবল ঝড় বৃষ্টির মধ্যে অনেক গাছ উপড়ে পড়েছে। এমনকি ফসলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তান ও ভারতের রাজস্থান সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে গুজরাটজুড়ে এই বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটে আরও বৃষ্টি, প্রবল ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু ও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুজরাটের কৃষি বিভাগের সচিব অঞ্জু শর্মা বলেন, “আমরা ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। জেলা প্রশাসনগুলো ক্ষয়ক্ষতির হিসাব করে আজ আমাদের কাছে পাঠাবে।”
গুজরাট ভারতের অন্যতম প্রধান তুলা, জিরা ও ধান উৎপাদনকারী রাজ্য। এর আগে, গত মাসেও পূর্ব ও মধ্য ভারতে এবং নেপালের কিছু অংশে অকাল ভারি বৃষ্টিতে শতাধিক মানুষ নিহত হন।