Published : 05 May 2025, 12:15 PM
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দিয়েছিলেন, এমন অভিযোগের মুখে থাকা এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর কবলমুক্ত হতে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা গেছেন।
উঁচু থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, ইমতিয়াজ আহমেদ ম্যাগ্রে (২৩) নামের ওই ব্যক্তি খরস্রোতা পাথুরে একটি নদীতে ঝাঁপ দিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ইমতিয়াজকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ পুলিশকে জানান, কুলগামের তাংমার্গের বনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের তিনি খাবার ও অন্যান্য সহায়তা দিয়েছেন। এরপর তিনি নিরাপত্তা বাহিনীকে পথ দেখিয়ে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যেতে রাজি হন।
রোববার সকালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দলকে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যাওয়ার সময় পালিয়ে যাওয়ার চেষ্টায় ইমতিয়াজ খরস্রোতা পাহাড়ি নদী ভেশায় ঝাঁপিয়ে পড়েন।
তার পালিয়ে যাওয়ার চেষ্টার পুরো ঘটনাটি উঁচু থেকে ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়েছে। তাতে দেখা গেছে তিনি ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় তার আশপাশে কেউ নেই।
ড্রোন থেকে নেওয়া ওই ভিডিওতে আরও দেখা গেছে, নদীতে ঝাঁপিয়ে পড়ার পর ইমতিয়াজ সাঁতারানোর চেষ্টা করছেন, কিন্তু প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর এক পর্যায়ে তিনি ডুবে যান।
জি নিউজ জানিয়েছে, রোববার সকালেই দক্ষিণ কাশ্মীরের বৈষ্ণব নালা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাটি রাজনৈতিক দলগুলো ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বিতর্ক তৈরি করেছে।
কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইমতিয়াজের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।
সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি বলেন, “কুলগামের নদী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হল। এতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সেনাবাহিনী দুই দিন আগে ইমতিয়াজকে তুলে নিয়ে গিয়েছিল, এখন রহস্যজনকভাবে তার মৃতদেহ নদীতে ভেসে উঠেছে।”
মেহবুবা মুফতি এবং জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী সকিনা ইতু এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
অপরদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই ঘটনা নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর নিন্দা করেছে। তারা বলেছে, ইমতিয়াজের ‘দুর্ভাগ্যজনক মৃত্যুর’ দায় ‘ভুলভাবে’ নিরাপত্তা বাহিনীকে দেওয়া উচিত নয়।
#Fact: This claim is misleading, however the fact is, 23-year-old Imtiaz Ahmad Magray of Tangimarg, Kulgam, who had confessed to aiding terrorists, jumped into the Vishwa River while leading Security Forces to a hideout and drowned. Video footage confirms he acted on his own. 2/n pic.twitter.com/nrzo8fonf3
— Counter Disinformation Centre (@JKCDC_) May 4, 2025