Published : 05 May 2025, 04:18 PM
লিভারপুলে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা ছিল অনেক দিন ধরেই। সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেল। চলতি মৌসুম শেষ অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিলেন অভিজ্ঞ ইংলিশ ডিফেন্ডার।
অনেক দিন ধরে শোনা যাচ্ছে, ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাককে পেতে জোর চেষ্টা চালাচ্ছে রেয়াল মাদ্রিদ। বিবিসির সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, সেটাই এবার সত্যি হতে যাচ্ছে।
ছয় বছর বয়সে লিভারপুলের জার্সি গায়ে ফুটবলে পথচলা শুরু অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। যুব দলে সামর্থ্যের পরিচয় রেখে ২০১৬ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। সময়ের সঙ্গে ওঠেন কোচের ভরসার জায়গা। দারুণ সেই অধ্যায়ের এবার ইতি ঘটতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার লিভারপুল ছাড়ার ঘোষণা দেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
“লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর কাটানোর পর, এখন নিশ্চিত করে বলার সময় হয়েছে যে, চলতি মৌসুম শেষে আমি চলে যাচ্ছি। এটাই আমার জীবনে নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।”
তার মতো মোহামেদ সালাহ ও ভার্জিন ফন ডাইকেরও এই মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হতো। এই দুজনেরও লিভারপুল ছেড়ে যাওয়ার গুঞ্জন দিনে দিনে জোরাল হচ্ছিল। তবে সম্প্রতি তারা দুজনই দুই বছরের নতুন চুক্তি করেন। কিন্তু অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ঠিকানা বদলের সিদ্ধান্তই নিলেন।
‘অল রেড’ নামে পরিচিত দলটির হয়ে মোট ৩৫২ ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন তিনি। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা। এর মধ্যে চলতি মৌসুমে লিগ শিরোপা জিতে বিদায়টা দারুণ হচ্ছে তার।
ক্যারিয়ারে অন্য কোনো জার্সি গায়ে চাপাননি অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তাই লিভারপুল যে তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তার বিদায় বার্তায়ও সেটাই ফুটে উঠল।
“২০ বছর ধরে এই ক্লাবই আমার জীবন, আমার পুরো দুনিয়া। একাডেমি থেকে আজ পর্যন্ত, ক্লাবের ভেতরে ও বাইরে সবার থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তা সারাজীবন আমার মনে গেঁথে থাকবে। আপনাদের সবার প্রতি আমি চিরঋণী হয়ে থাকব সারা জীবন।”
দীর্ঘ এই যাত্রায় অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ক্লাবকে যত কিছু দিয়েছেন, ক্লাবের সাফল্যে যেভাবে অবদান রেখেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে লিভারপুল। তার ভবিষ্যৎ জীবনের জন্য জানিয়েছে শুভকামনা।