ইংলিশ ফুটবল
Published : 04 May 2025, 11:36 PM
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচেই দিক হারাল লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে নতুন চ্যাম্পিয়নদের হারিয়ে দিল চেলসি । কঠিন চ্যালেঞ্জে উতরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরেকটু উজ্জ্বল করল এন্টসো মারেস্কার দল।
প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি।
শুরুতেই দলকে এগিয়ে নেন এনসো ফের্নান্দেস। জ্যারেল কোয়ানসার আত্মঘাতী গোলে বাড়ে ব্যবধান। শেষ দিকে গোল করে ব্যবধান কমান ভার্জিল ফন ডাইক। তবে যোগ করা সময়ে সফল স্পট কিকে দলকে বড় জয় এনে দেন কোল পালমার।
প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১১টি শট নেয় লিভারপুল, এর কেবল দুটি থাকে লক্ষ্যে। অন্য দিকে চেলসির ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে।
ঘরের মাঠে প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় চেলসি। পেদ্রো নেতোর চমৎকার ক্রস ডি বক্সে পেয়ে যান ফের্নান্দেস। অরক্ষিত আর্জেন্টাইন মিডফিল্ডার ঠাণ্ডা মাথার শটে খুঁজে নেন জাল।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ফের্নান্দেসের সপ্তম গোল। ১৩টি গোলে অবদানও রেখেছেন বিশ্বকাপজয়ী তারকা।
তৃতীয় মিনিটে পিছিয়ে পড়া লিভারপুল নবম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগ পায়। কোডি হাকপোর শট ঝাঁপিয়ে গ্লাভসে নেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেস।
আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচে ৩২তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। দুরূহ কোণ থেকে নিকোলাস জ্যাকসনের ক্রস ব্যর্থ হয় ক্রসবারে লেগে।
৪৩তম মিনিটে নেতোর গতিময় শট বেরিয়ে যায় কাছের পোস্ট ঘেঁষে। কয়েক সেকেন্ড পর জালে বল পাঠান ননি মাদুয়েকে। তবে তাকে বল দেওয়া জ্যাকসন অফসাইডে ছিলেন বলে মেলেনি গোল।
৫৬তম মিনিটে সৌভাগ্যের গোলে ব্যবধান বাড়ায় চেলসি। মাদুয়েকের শট ঠেকিয়ে জটলার মধ্যে জোরাল শট নেন ফন ডাইক। লিভারপুল সতীর্থ কোয়ানসার গায়ে লেগে নিজেদের জালেই জড়ায়!
৬৮তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন দারউইন নুনেস। খুব ভালো জায়গা থেকে লিভারপুল স্ট্রাইকার হেড লক্ষ্যের ধারেকাছে রাখতে পারেননি। ১০ মিনিট পর মোহামেদ সালাহর হেড বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
৮০তম মিনিটে জ্যাডন স্যানচোর শট ঝাঁপিয়ে ঠেকান আলিসন। হাতছাড়া হয় চেলসির ব্যবধান বাড়ানোর সুযোগ। পরের মিনিটে কোল পালমারের শট দূরের পোস্টে লেগে লিভারপুলের একজনের গায়ে লেগে গোলরক্ষকের গ্লাভসে যায়!
৮৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের কর্নারে চমৎকার হেডে ব্যবধান কমান লিভারপুল অধিনায়ক ফন ডাইক।
পরের মিনিটে পালমারের চমৎকার বাঁকানো শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লিভারপুল গোলরক্ষক। নেতোর গতিময় শট থাকেনি লক্ষ্যে।
মাঠে ভীষণ বাজে একটি দিন কাটানো কোয়ানসা ডি বক্সে মোইসেস কেইসেদোকে ফাউল করলে অন্তিম সময়ে পেনাল্টি পায় চেলসি। ঠাণ্ডা মাথার স্পট কিকে জাল খুঁজে নেন পালমার। গত জানুয়ারির পর প্রিমিয়ার লিগে এটাই তার প্রথম গোল।
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। পরের দুটি স্থানে আর্সেনাল (৬৭) ও ম্যানচেস্টার সিটি (৬৪)।
নিউক্যাসল ও চেলসির পয়েন্ট সমান- ৬৩। দল দুটির গোল পার্থক্যও সমান +২১। নিউক্যাসল আছে চারে, চেলসি পাঁচে।