জার্মান ফুটবল
Published : 04 May 2025, 11:28 PM
পরের ম্যাচে মাঠে নামার আগেই অপেক্ষার অবসান হলো বায়ার্ন মিউনিখের। ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার লেভারকুজেন পয়েন্ট হারানোয় দুই ম্যাচ হাতে রেখে বুন্ডেসলিগার মুকুট পুনরুদ্ধার করল রেকর্ড চ্যাম্পিয়নরা। পেশাদার ফুটবলে প্রথম দলীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
ফ্রেইবুর্কের মাঠে রোববার ২-২ গোলে ড্র করে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেন। দুই গোলে পিছিয়ে পড়ার পর ৮২ ও ৯৩তম মিনিটে জালের দেখা পায় সফরকারীরা।
৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শাবি আলোন্সোর লেভারকুজেন। সমান ম্যাচে তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বায়ার্ন। বাকি আছে আর দুই রাউন্ড।
আগের দিনই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারত বায়ার্নের। কিন্তু লাইপজিগের বিপক্ষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে, ৩-৩ ড্রয়ে অপেক্ষা বাড়ে তাদের।
জার্মানির শীর্ষে লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ হলো বায়ার্নের, ৩৪টি। ৯টির বেশি নেই আর কোনো দলের।
বায়ার্নের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে, প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে গতবার বুন্ডেসলিগা শিরোপা জিতেছিল লেভারকুজেন। এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধার করল বায়ার্ন।
দলটির কোচের দায়িত্ব নিয়ে নিজের প্রথম মৌসুমেই লিগ জয়ের স্বাদ পেলেন ভিনসেন্ট কোম্পানি। যদিও এবার দুই লেগ মিলিয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।
দেড় দশকের পেশাদার ক্যারিয়ারে অবশেষে শিরোপা জয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড জাতীয় দল ও ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতা কেইন।
ইংল্যান্ডের হয়ে গত দুটি ইউরোর ফাইনালে হারেন তিনি। এছাড়া টটেনহ্যামে ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়।
টটেনহ্যাম ছেড়ে গত মৌসুমে বায়ার্নে গিয়ে সেখানেও গোলের পর গোল করেন কেইন। কিন্তু এক দশকের মধ্যে প্রথমবার শিরোপাহীন মৌসুম কাটে বায়ার্নের, দীর্ঘায়িত হয় কেইনের অপেক্ষাও।
এবার সেই প্রতীক্ষা শেষ হলো।
বুন্ডেসলিগায় গত মৌসুমে ৩২ ম্যাচে ৩৬ গোল করেন কেইন। এই মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার গোল ২৪টি।