কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিনয়ের ছবিটি এখন করুণ উপাখ্যান
সদ্যবিবাহিত বিনয় নারওয়াল সুইজারল্যান্ডের ভিসা না পেয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পাহেলগামে। জঙ্গি হামলার বলি হয়ে বিয়ের সাতদিনের মাথায় স্ত্রী হিমাংশীকে একা করে পৃথিবী ছাড়তে হল তাকে।