এ হামলার খবর পেয়ে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতে তড়িঘড়ি করে দেশে ফেরেন ভারতীয় প্রধানমন্ত্রী।
Published : 23 Apr 2025, 02:55 PM
কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্দেহভাজন জঙ্গিদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সৌদি আরব থেকে ফেরার সময় এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটি পাকিস্তানের আকাশপথ এড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের দৃশ্যে দেখা গেছে, মোদীকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি মঙ্গলবার সকালে রিয়াদের দিকে উড়ে যাওয়ার সময় পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে, কিন্তু রাতে ফেরার সময় তা না করে ঘুর পথে দিল্লি ফিরেছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগাঁওয়ে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এ হামলার খবর পেয়ে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে দেশে ফেরেন মোদী। সৌদি আরবের বন্দর শহর জেদ্দা থেকে ফেরার সময় সরাসরি আরব সাগরের ওপর দিয়ে ঘুর পথে গুজরাট হয়ে তারপর উত্তরে দিল্লির পথ ধরে মোদীকে বহনকারী বিমান। এই রুটে আসার সময় পাকিস্তানের আকাশপথ এড়ায় বিমানটি।
এনডিটিভি লিখেছে, ঘুরপথে আসার এ দৃশ্যপট পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে ওই সময় পাকিস্তান থেকে সম্ভাব্য হুমকির বিষয়ে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক ছিল। তারা ফ্লাইটটিতে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলের সুরক্ষা বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বনের চেষ্টা করেছে। বিকল্প পথ দিয়ে দেশে ফেরা সবচেয়ে নিরাপদ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার ভোরে দিল্লির পলাম বিমান ঘাঁটিতে নামেন মোদী। তারপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।
প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী, পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) ছায়া গোষ্ঠী দ্য রেজিট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এ হামলার দায় স্বীকার করেছে। তবে ভারতের সরকার এখনো এটি নিশ্চিত করেনি।
@PMOIndia avoids Pak airspace as he returns to India. His IAF Boeing 777-300 (K7067) had flown over Pak airspace when he travelled to Riyadh on his outward journey. pic.twitter.com/wLE0vPnxuZ
— Vishnu Som (@VishnuNDTV) April 23, 2025
আরও খবর:
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত ২৬
কাশ্মীর হামলার পর মোদীকে ফোন ট্রাম্পের, পাশে থাকার আশ্বাস