“কাশ্মীরের খবর গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র।”
Published : 23 Apr 2025, 09:27 AM
কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্দেহভাজন জঙ্গিদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স পোস্টে লিখেছেন, "প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।"
তিনি বলেন, "ট্রাম্প এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে আছে।"
President Donald Trump @realDonaldTrump @POTUS called PM @narendramodi and conveyed his deepest condolences at the loss of innocent lives in the terror attack in Jammu and Kashmir.
President Trump strongly condemned the terror attack and expressed full support to India to bring…
— Randhir Jaiswal (@MEAIndia) April 22, 2025
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগাঁওয়ে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এনডিটিভি লিখেছে, প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে এই সন্ত্রাসী হামলার বিষয়ে জেনেছেন। তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন।
লেভিট বলেন, “আহতদের জন্য আমাদের প্রার্থনা রইল। আমাদের দেশ আমাদের মিত্র ভারতের পাশে আছে। শান্তি ও স্থিতিশীলতার জন্য যারা কাজ করে, তাদের এই ভয়াবহ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।"
তার আগে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশালে এক পোস্টে লেখেন, “কাশ্মীরের খবর গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি, সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের অসাধারণ জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও গভীর সমবেদনা রইল।”
ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তার পরিবার এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।
ভ্যান্স বলেছেন, “এই কয়েক দিনে আমরা ভারতের সৌন্দর্য ও মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। এখন এই ভয়াবহ হামলার ঘটনায় আমরা তাদের জন্য প্রার্থনা করছি।”
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরো এক এক্স পোস্টে লিখেছে, "কাশ্মীরে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। পর্যটক ও সাধারণ মানুষের ওপর এমন বর্বর হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।"