গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
Published : 23 Apr 2025, 04:21 PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কয়েকজন নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মঙ্গলবার বিকালে প্রথমে প্রতীকী অনশন করে সংগঠনটি। পরে রাত থেকে আমরণ অনশন শুরু করেন তারা।
দুপুরে অনশনরত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
ইতিমধ্যে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের এক কর্মী। পরে তাকে হামপাতালে পাঠানো হয়।
এছাড়া একই দাবিতে শাহবাগে প্রতীকী অনশন করছেন গণতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার রাতে উপাচার্য মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হলে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
সংঘর্ষের ঘটনার প্রায় দুই মাস পর ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
সোমবার থেকে কুয়েটের ৩২ শিক্ষার্থী অনেশনে বসেছেন। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন।
কুয়েট শিক্ষার্থীদের ওই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাবির একদল শিক্ষার্থী আন্দোলন করছেন। এর আগেও তারা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন তারা।