ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তিসহ গোষ্ঠীটিকে নিরস্ত্র হওয়া এবং গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট।
Published : 23 Apr 2025, 10:13 PM
অগ্নিঝরা এক বক্তব্যে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে তাদের হাতে বন্দি সব জিম্মি মুক্ত করে দেওয়াসহ গোষ্ঠীটিকে নিরস্ত্র হওয়া এবং গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান তিনি।
দ্য জেরুজালেম পোস্ট জানায়, বুধবার ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে আব্বাস হামাসকে গালি দিয়ে বলেন, “কুকুরের বাচ্চারা জিম্মিদের মুক্তি দাও।”
আব্বাস আরও বলেন, “যুদ্ধ বন্ধ হতে হবে। এই যুদ্ধে প্রতিদিন শত শত মানুষ মরছে। কারণ, হামাস এখনও জিম্মিদের হস্তান্তর করেনি।” জিম্মিদেরকে ছেড়ে দিয়ে এই যুদ্ধ খতম করার দাবি জানান তিনি।
হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং তাদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে, জোর দিয়ে বলেন তিনি। ১৮ মাস আগে গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের বিরুদ্ধে আব্বাসের এটিই সবচেয়ে কড়া ভাষার বক্তব্য।
হামাসকে একটি রাজনৈতিক দলে পরিণত হওয়ার ডাক দিয়ে তিনি বলেছেন, “আমেরিকানদের পরিবর্তে আমাদের সঙ্গে কথা বলুন।”
তবে হামাস আব্বাসের বক্তব্যকে নিজ জনগণের জন্যই ‘অবমাননাকর ভাষা’ বলে নিন্দা করেছে।