বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
Published : 22 Apr 2025, 09:02 PM
তিন বছর আগে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীসহ ৭৫ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. জাকির হোসেন গালিব পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য দেন।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে হওয়া মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ২০২২ সালের ২৪ মার্চ ছাত্রশিবির সন্দেহে ১১ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কুরআনের তাফসিরগ্রন্থ তাফহিমুল কুরআন উদ্ধার করা হয়।
পরে কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত শেষে ২০২৪ সালের ২১ অক্টোবর অভিযোগের ’সত্যতা পাওয়া যায়নি’ তুলে ধরে ৭৫ জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মঙ্গলবার তা আদালতে উপস্থাপনের পর অব্যাহতির আদেশ আসে।