“সরকারি দপ্তরে কোনো অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না; তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
Published : 21 Apr 2025, 08:24 PM
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রলের সক্রিয় কর্মী। সে গণঅভ্যুত্থানের নায়ক ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
“এরপর যদি ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়, তাহলে আমরা বাংলা সিনেমার সাবানার মতো ক্ষমা করে দেব না৷ দেশনেতা তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, আমরা ৩১ দফা পূরণের মাধ্যমে প্রতিশোধ নেব।”
গত শনিবার বিকালে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ খুন হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ।
সাহস অভিযোগ করেন, এখন হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা ঘাঁটি গেড়ে বসেছে। একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তি একাকার হয়ে গেছে৷
"ক্যাম্পাসে লাগানো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল। কিন্তু আমরা সহিষ্ণুতা দেখিয়েছিলাম৷ কিন্তু এখন আমরা নামে-বেনামে অনেকের ব্যানার দেখে যাচ্ছি।“
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতাকে হত্যার মধ্য দিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্ব পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।“
তিনি বলেন, “বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে।”