একজন প্রিয়া খানের ‘প্রিয়া আপা’ হয়ে ওঠার গল্প
অন্যদের মত সহজ পথে হাঁটেননি তিনি। প্রথার বাইরে গিয়ে সংগ্রামী জীবনে বেছে নিয়েছেন ভিন্ন পথ; নিজেই হয়ে উঠেছেন একজন উদ্যোক্তা। অন্যের কাছে হাত পাতার বদলে তাদের হাতে তুলে দিচ্ছেন চায়ের কাপ। হিজড়া হয়েও দমে যেতে চাননি; অদম্য এক উদ্যোক্তার গল্প হয়ে উঠেছেন–প্রিয়া খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রিয়া আপা নামে পেয়েছেন আলাদা পরিচিতি।