Published : 02 May 2025, 09:43 PM
কার্ডিওলজিস্ট ও ‘অল্টারনেটিভ’ চিকিৎসক মুজিবুর রহমানের লেখা ‘ওষুধ বিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেমিনারে মুজিবুর রহমান বলেন, “আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমে কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানা দূষণ ও দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে শরীরে নানা জটিলতা দেখা দিচ্ছে।”
তিনি বলেন, তার বইটিতে ব্যবহারিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে গুরুত্ব দেয়া হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।