আগামী এক বছর ডিবেটিং সোসাইটিরকে নেতৃত্ব দেবেন তারা।
Published : 26 Apr 2025, 04:00 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে একাত্তর হলের শিক্ষার্থী জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক পদে কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী রাগীব আনজুম নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ ২০২৪-২৫ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর গঠনতন্ত্র অনুযায়ী, আগামী এক বছর ডিবেটিং সোসাইটিরকে নেতৃত্ব দেবেন তারা।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এসএম শামীম রেজা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আদনান মুস্তারি ও অর্পিতা গোলদার।