জার্মান ফুটবল
মাইন্সের বিপক্ষে জিতলেও বায়ার লেভারকুজেন ম্যাচ নিয়ে আশা পূরণ হয়নি জার্মান জায়ান্টদের।
Published : 26 Apr 2025, 10:00 PM
নিজেদের ম্যাচে জেতা বায়ার্ন মিউনিখের চাওয়া ছিল আউক্সবুর্কের বিপক্ষে বায়ার লেভারকুজেনের হার কিংবা ড্র। কিন্তু ঘরের মাঠে জয় তুলে নিল লেভারকুজেনও। তাতে বুন্ডেসলিগার শিরোপা ঘরে তোলার অপেক্ষা বাড়ল জার্মান জায়ান্টদের।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার মাইন্সের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে আউক্সবুর্ককে ২-০ গোলে হারায় লেভারকুজেন।
বায়ার্নের হয়ে গোল তিনটি করেন লেরয় সানে, মাইকেল ওলিসে ও এরিক ডায়ার। লেভারকুজেনের দুই গোলদাতা পাত্রিক শিক ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।
৩১ রাউন্ড শেষে দুই দলের পয়েন্টের পার্থক্য এখনও ৮। ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। শিরোপাধারী লেভারকুজেন ১৯ জয় ও ১০ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
এদিন লেভারকুজেন জিততে ব্যর্থ হলে, নিজেদের ম্যাচ জিতলেই জার্মানির শীর্ষ লিগে রেকর্ড ৩৪তম শিরোপা জিতত বায়ার্ন। সঙ্গে কেটে যেত হ্যারি কেইনের ট্রফি খরাও।
ইংলিশ তারকা স্ট্রাইকার কেইনের পেশাদার ক্যারিয়ার ১৫ বছরের। ইংল্যান্ড জাতীয় দল ও ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতা তিনি। কিন্তু দল দুটির হয়ে কোনো শিরোপার স্বাদ পাওয়া হয়নি তার।
সবশেষ দুই ইউরোর ফাইনালে হারে কেইনের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এছাড়া টটেনহ্যামে কেইন ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়।
একটি শিরোপার খোঁজে থাকা কেইন গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে বইয়ে দেন গোলের স্রোত। কিন্তু এক দশকের মধ্যে প্রথমবার শিরোপাহীন মৌসুম কাটে জার্মানির ক্লাবটির। তাতে দীর্ঘায়িত হয় কেইনের ট্রফির অপেক্ষাও।
বায়ার্নের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে, প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে গতবার বুন্ডেসলিগা শিরোপা জেতে লেভারকুজেন। এক মৌসুম পরই অবশ্য মুকুট পুনরুদ্ধারের দুয়ারে বায়ার্ন।