প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় টেস্টটি সহজ হবে না, বললেন জিম্বাবুয়ের ওপেনার বেন কারান।
Published : 26 Apr 2025, 09:32 PM
গত বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক বেন কারানের। আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলেছেন জিম্বাবুয়ের ওপেনার। কিন্তু ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেননি। বাংলাদেশে এসে তিনি পেয়েছেন প্রথম জয়ের স্বাদ। সামনে এবার সিরিজ নিজেদের করার হাতছানি। তবে স্বাগতিকদের সম্ভাব্য চ্যালেঞ্জও ভাবনায় আছে তাদের।
বাংলাদেশ সফরের আগে প্রায় চার বছর কোনো টেস্ট জেতেনি জিম্বাবুয়ে। এই সময়ে ঘরের মাঠে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষেও জিততে পারেনি তারা। সিলেটে প্রথম ম্যাচ জেতায় তাই সীমাহীন আনন্দ তাদের। তাই বলে উচ্ছ্বাসে ভেসে যেতে চান না তারা। প্রক্রিয়া ঠিক রেখে সিরিজ জেতার লক্ষ্য সফরকারীদের।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শনিবার নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শুরু করে দেয় জিম্বাবুয়ে। নেট সেশনে লম্বা সময় কাটান কারান। পরে সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় ম্যাচের গুরুত্বের কথা বলেন বাঁহাতি ওপেনার।
“সিলেটে জিততে পেরে আমরা উচ্ছ্বসিত। আমার প্রথম টেস্ট জয় এটি। সিরিজ শুরুর আগে কঠোর পরিশ্রম করার পর এই জয়ের অনুভূতি দারুণ। তবে সিরিজ এখনও শেষ হয়নি। সামনের কদিনে আরেকটি বড় ম্যাচ অপেক্ষায়।”
“আমরা জানি (দ্বিতীয় ম্যাচে) বাংলাদেশ আমাদের ওপর চাপ তৈরি করবে। কোনোভাবেই এই ম্যাচকে সহজ মনে করছি না। প্রতিটি মুহূর্তের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আশা করছি, আগের ম্যাচের মতোই আমরা দুর্দান্ত কিছু দিতে পারব।”
সিলেটে মেঘাচ্ছন্ন কন্ডিশনে তুলনামূলক ঘাসের ছোঁয়া থাকা উইকেটে হয়েছে প্রথম টেস্ট। তবে চট্টগ্রামে ঐতিহ্যগতভাবেই থাকে ব্যাটিংবান্ধব উইকেট। পেসারদের জন্য তেমন সহায়তা থাকার সম্ভাবনাও নেই।
কন্ডিশনের ভিন্নতা এরই মধ্যে টের পেয়ে গেছেন কারান। নতুন চ্যালেঞ্জের জন্য সতীর্থদের প্রস্তুত থাকার তাগিদ দিলেন তিনি।
“ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা নিজেদের প্রক্রিয়ায় থাকব। কন্ডিশন অবশ্যই সিলেটের চেয়ে ভিন্ন থাকবে। যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। প্রতিটি ভিন্ন ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জ থাকে। তাই সেদিকেই তাকিয়ে আমরা।”
“টেস্ট জয় সবসময় আত্মবিশ্বাস জোগায়। সবাই সিলেটের জয় থেকে ভিন্ন ভিন্ন শিক্ষা নেবে। যতক্ষণ আমরা ব্যক্তিগত জায়গা থেকে সামনে এগোনোর জন্য প্রস্তুত থাকব, আমরা সঠিক পথে থাকব।”
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু দ্বিতীয় টেস্ট।