আইপিএলের নিলামে ঝড় তোলার পর অভিষেকে প্রথম বলে ছক্কা হাঁকানো ১৪ বছর বয়সী ব্যাটসম্যান প্রশংসার জোয়ারে ভাসছেন।
Published : 25 Apr 2025, 08:26 PM
ক্যারিয়ারের শুরুতে চমক দেখিয়ে হারিয়ে যাওয়ার নজির ক্রিকেটে কম নেই। অল্প বয়সে তারকাখ্যাতি পেয়ে যাওয়ার পর অনেকেই হারিয়ে ফেলেন পথ। বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে ভিরেন্দার শেবাগের ভয়টা এখানেই। আইপিএলের নিলামে ঝড় তোলার পর অভিষেকে প্রথম বলে ছক্কা হাঁকানো ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান স্তুতির জোয়ারে ভাসছেন। তাকে পা মাটিতে রাখার ও ২২ গজে লম্বা সময় টিকে থাকার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার শেবাগ।
বয়স ভিত্তিক ক্রিকেটে দারুণ কিছু ইনিংস উপহার দিয়ে গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে জায়গা পান সুরিয়াভানশি। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। তার বয়স নিয়ে বিতর্ক থাকলেও, আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে যান তিনিই।
আসরের প্রথম দিকে সুযোগ না পেলেও গত শনিবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলানো হয় তাকে। ১৪ বছর ২৩ দিন বয়সে মাঠে নেমে আইপিএলে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটারও হয়ে যান তিনি।
এত অল্প বয়সে বড় মঞ্চে নেমে চাপে কিংবা ভয়ে থাকা স্বাভাবিক। কিন্তু এ সবকিছুই যেন তিনি স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দেন প্রথম বলেই চোখধাঁধানো শটে ছক্কা মেরে! ১৮১ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে বড় ইনিংস যদিও খেলতে পারেননি। তবে ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে ৩৪ রান করে জানিয়ে দেন তার আগমনী বার্তা।
বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও খেলার সুযোগ পান তিনি। বেঙ্গালুরুতে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় এবার ২ ছক্কায় ১২ বলে ১৬ রানের বেশি করতে পারেননি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে সুরিয়াভানশিকে ভিরাট কোহলির মতো দীর্ঘ ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দিতে বলেন শেবাগ।
“যদি আপনি এটা জেনে মাঠে যান যে, ভালো পারফরম্যান্সের জন্য আপনার প্রশংসা করা হবে এবং খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনা হবে, তাহলে আপনি মাঠেই থাকবেন। আমি অনেক খেলোয়াড়কে দেখেছি, যারা এসেই একটি বা দুটি ম্যাচ খেলে খ্যাতি অর্জন করে। তারপর তারা কিছুই করতে পারে না। কারণ তারা মনে করে, তারকা খেলোয়াড় হয়ে উঠেছে।”
“সুরিয়াভানশির লক্ষ্য থাকা উচিত ২০ বছর ধরে আইপিএলে খেলার। ভিরাট কোহলির দিকে তাকান, সে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। সে ১৮ আসরের সবগুলোতে খেলেছে। এটাই তার (সুরিয়াভানশি) অনুসরণ করার চেষ্টা করা উচিত। কিন্তু যদি সে এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে, এখন সে কোটিপতি, তার দুর্দান্ত অভিষেক হয়েছে, প্রথম বলেই সে ছক্কা মেরেছে, তাহলে হয়তো পরের বছর আমরা তাকে দেখতে পাব না।”