এই সংস্করণে আগেভাগেই জাতীয় দল থেকে কোহলি অবসর নিয়ে ফেলেছেন বলে মনে করেন সুরেশ রায়না।
Published : 25 Apr 2025, 06:18 PM
৯ ইনিংসে পাঁচটি ফিফটি, যার চারটিই সবশেষ ছয় ইনিংসে। এই পরিসংখ্যানই বলছে, এবারের আইপিএলে কতটা ছন্দে আছেন ভিরাট কোহলি। কে বলবে, তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন প্রায় ১১ মাস আগে! সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার মতে, এই সংস্করণে আগেভাগেই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছেন কোহলি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে বুধবার ৮ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৭০ রানের চমৎকার ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা কোহলি।
চলতি আসরে ৬৫.৩৩ গড় আর ১৪৪.১১ স্ট্রাইক রেটে তার রান এখন ৩৯২। এর চেয়ে বেশি রান আছে কেবল গুজরাট টাইটান্সের সাই সুদার্শানের, ৪১৭।
গত আসরে ১৫ ইনিংসে পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৭৪১ রান করে দ্বিতীয়বারের মতো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছিলেন কোহলি। এবারও ছুটছেন সেই পথে, এবার তার পাঁচটি ফিফটি হয়ে গেছে ৯ ইনিংসেই। প্লে-অফে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছে তার দল।
গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণে জাতীয় দলকে বিদায় জানান কোহলি। ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ‘ম্যান অব দা ম্যাচ’ হয়েছিলেন তিনিই। বিশ্বকাপ জয়ের পর তার সঙ্গে টি-টোয়েন্টিকে বিদায় বলেন রোহিত শার্মা ও রাভিন্দ্রা জাদেজাও।
আগামী বছর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতের মাটিতেই, শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক তারা। অনায়াসে সেই আসরে খেলতে পারতেন কোহলি, স্টার স্পোর্টসে আলাপে বললেন রায়না।
“আমি এখনও মনে করি, ভিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তাড়াতাড়ি অবসর নিয়েছে। বর্তমানে যে ছন্দে সে খেলছে এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও যে ছন্দে ছিল, এতে ২০২৬ সাল পর্যন্ত খেলতে পারত সে।”
আইপিএলের আগে গত ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে সংস্করণে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও বড় অবদান রাখেন কোহলি। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরিতে দলকে জেতান তিনি। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় খেলেন ৮৪ রানের আরেকটি ম্যাচ জয়ী ইনিংস।