মিয়ানমার মার্চের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে থাকার মধ্যেই টিকটকে জ্যোতিষীর নতুন ভূমিকম্পের ভুয়া ভবিষ্যদ্বাণী জনমনে আতঙ্ক ছড়ায়।
Published : 25 Apr 2025, 10:26 PM
মিয়ানমারে টিকটকে নতুন ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
গত ৯ এপ্রিল জন মো থে নামের এই জ্যোতিষী তার ভূমিকম্পের ভবিষ্যদ্বাণীর টিকটক ভিডিও পোস্ট করেন। তাতে তিনি বলেছিলেন, “২১ এপ্রিলে মিয়ানমারের প্রতিটি শহর ভূমিকম্পে প্রকম্পিত হবে।"
মিয়ানমার গত মার্চের শেষদিকে ঘটে যাওয়া ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা একটু একটু করে কাটিয়ে উঠছে। যে ভূমিকম্প কেড়ে নিয়েছে সাড়ে তিন হাজার মানুষের প্রাণ। দেশজুড়ে ধ্বংস হয়েছে ঐতিহাসিক সব স্থাপত্য।
এমন পরিস্থিতিতে টিকটকে নতুন ওই ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী জনমনে আতঙ্ক সৃষ্টি করে। জ্যোতিষী জন মো থে’র টিকটক ভিডিওটি দেখেছে ৩০ লাখের বেশি মানুষ।
ভিডিও-তে লোকজনকে ভূমিকম্পের সময় বাসাবাড়ি খালি করা এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন মো থে। ভিডিও’র ক্যাপশনে সতর্ক করে আরও বলা হয় যে, “দিনের বেলা উঁচু ভবনে লোকজন থাকা উচিত নয়।”
ইয়াঙ্গনের এক বাসিন্দা জানান, তার প্রতিবেশীদের অনেকেই এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করেছিল এবং বাড়িঘর ছেড়ে তারা বাইরে তাঁবু খাটিয়ে থেকেছে।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানায়, “জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বিবৃতি” দেওয়ার অভিযোগে মঙ্গলবার জ্যোতিষী মো থে -কে গ্রেপ্তার করা হয়েছে। সাগাইংয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভূমিকম্পবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বিপর্যয়ের ক্ষেত্রে জড়িত জটিল নানা বিষয় ও কারণের ফলে এর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
বিবিসি জানায়, জ্যোতিষী মো থে এর টিকটক অ্যাকাউন্টটি এখন নিষ্ক্রিয় করা হয়েছে। তার এই অ্যাকাউন্টে ৩ লাখের বেশি অনুসারী রয়েছে। জ্যোতির্বিদ্যা এবং হস্তরেখা দেখে সেখানে ভাবষ্যদ্বাণী করা হয়ে থাকে।
গত ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিশেষ করে মান্দালয় ও সাগাইং অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির ব্যাপকতায় মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তা চাওয়ার বিরল পদক্ষেপ নেয়।
এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে তা প্রতিবেশী দেশ থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশকেও কাঁপিয়ে দিয়েছিল।