তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
Published : 22 Apr 2025, 12:24 PM
সাতক্ষীরার সুন্দবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের’ সময় নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরে ও বিকালে চালানো দুটি অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ।
সোমবার রাত পৌনে ১২টায় পাঠানো এক বার্তায় তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন শিশু, পাঁচ নারীসহ ১২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
এর মধ্যে সোমবার বিকালে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীন কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবুবক্কার সিদ্দিকর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্বপূর্ণ (বিওপি থেকে ৪ কিলোমিটার দক্ষিণে এবং শুন্যলাইন হতে ৮০০ মিটার বাংলাদেশের ভেতরে) বকচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের দুই শিশুসহ চারজন ও নাটোর জেলার লালপুর থানার দুই জনকে আটক করা হয়। তাদের কাছ একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশি ২৪০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে বেলা ২টায় আরবিজি কোম্পানির অধীন বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে সীমান্তবর্তী বকচর এলাকায় আরেকটি অপারেশন পরিচালনা করা হয়।
অভিযানে খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের শিশুসহ এক পরিবারের তিনজন, পাইকগাছা উপজেলার এক তরুণ, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুই তরুণীকে আটক করা হয়।
তাদের কাছ থেকে চারটি মোবাইল এবং ৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বিজিবির বার্তায় আরও জানানো হয়, আটকরা জানিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) গ্রামের নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) অবৈধভাবে তাদের বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছে।
মামুন ও আইজুল বিভিন্ন সময়ে মোবাইলে যোগাযোগ করে ভালো চাকরির দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে তাদের নিজ এলাকা থেকে এখানে নিয়ে এসেছে। তবে অভিযানের পর থেকে মামুন ও আইজুল পলাতক রয়েছে।
রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ বলেন, আটকদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর এবং পলাতক মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।