“প্রতিটা বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়; প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনাও দিচ্ছেন,” বলেন তিনি।
Published : 22 Apr 2025, 12:35 PM
পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নতুন প্রস্তাবও আসছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
তিনি বলেছেন, “আলোচনায় নতুন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। কারণ, এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে কমিশনগুলোর কাছ থেকে।”
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।
এরপর সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে ঐকমত্য কমিশন।
আলী রীয়াজ বলেন, “এ সমস্ত সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সিদ্ধান্ত- কেবলমাত্র এ টেবিল (সংলাপ) থেকে হতে পারবে না। কারণ সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে নীতিনির্ধারকরা অংশগ্রহণ করবেন। আশা করছি কবে তা জানতে পারব শিগগিরই।”
তিনি বলেন, “অনেক রাজনৈতিক দলগুলোর কাছে আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যতার জায়গায় আসছি। কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক।”
বিএনপির সঙ্গে আগের দুই দিনের আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্যতা আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। মত ভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদের জানাবেন।”
বিএনপিসহ ইতোমধ্যে ১৫টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছে বলে জানান আলী রীয়াজ।
তিনি বলেন, “১৫ টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ পর্যায়ে এসেছে। বাকি দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি, বিএনপির সঙ্গে তৃতীয় দিনে (মঙ্গলবার) প্রাথমিক আলোচনা শেষ করতে পারব।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার বিষয়বস্তু কমিশন প্রধান মুহাম্মদ ইউনূসকে জানানো হয় জানিয়ে আলী রীয়াজ বলেন, “প্রতিটা বিষয় তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনাও দিচ্ছেন।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।