বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব নিয়েও একমত নয় দলটি।
Published : 21 Apr 2025, 06:21 PM
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখার বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
দলটি বলছে, বহুত্ববাদ শব্দটি ‘আল্লাহর একাত্ববাদের বিপরীত শব্দ’। এ শব্দটি বাদ দিয়ে ‘বহুমত বা বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা করেছে।
সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির পক্ষ থেকে এই অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠক শুরু হয়; শেষ হয় পৌনে ১২টার দিকে।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশারাফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব জালাল উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে অংশগ্রহণ করেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐকমত্য কমিশন।
পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছিল ঐকমত্য কমিশন। এরপর সেই মতামত ধরে কমিশন সংশ্লিষ্ট দলের সঙ্গে সংলাপ করছে।
বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টিতে একমত, ১৫টিতে দ্বিমত এবং ৪টি আংশিকভাবে একমত বলে লিখিত মতামতে জানিয়েছে।
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করার প্রস্তাবের বিষয়ে আলোচনার প্রসঙ্গ ধরে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, "উনারা বলেছেন, তারা বুঝাতে চেয়েছেন যে বহুত্ববাদ বলতে বহু সংস্কৃতি, বহু মত ও পথের লোক যেহেতু বাংলাদেশে বাস করেন, সবার বিষয়টি যাতে অন্তর্ভুক্ত থাকে।
“তখন আমরা বলেছি ‘বহুত্ববাদ’ যেহেতু একত্ববাদের বিপরীত শব্দ, এই শব্দটা বাদ দেন। বহু সংস্কৃতি, বহুমত, বহুপথের সঙ্গে আমরাও একমত। আমরাও চাই এটা আসুক। এজন্য অন্য শব্দ যেন এখানে ব্যবহার করা হয়। প্রয়োজন হলে বহুমত, বহুপথ এই শব্দটাও ব্যবহার করতে পারেন।”
দলটির মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, "আমরা বহুত্ববাদের বিরোধিতা করেছি। কারণ শব্দটি একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এর মাধ্যমে আল্লাহ যে এক এটার বিরোধিতা বোঝা যায়। তাই এটি বাদ দেওয়ার জন্য জোর প্রস্তাব করেছি। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহালের দাবি করছি।"
বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন করেছে, তার বিরোধিতা করার কথা জানিয়ে মহাসচিব বলেন, "ভৌগলিক আকারে বাংলাদেশ ছোট দেশ। চারটি প্রদেশে ভাগ করতে গেলে রাষ্ট্রের খরচ বেড়ে যাবে। তাই এ ব্যবস্থার বিরোধিতা করেছি।"
সরাসরি নয়, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ বিষয়েও দ্বিমত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
জালাল আহমেদ বলেন, "ইউপি সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। সেটা ইউপি বা উপজেলা পরিষদেও।"
ইউপি সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ‘টাকার ছড়াছড়ি হবে; বলেও মনে করেন তিনি।
নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের অবস্থান জানতে চাইলে জালাল উদ্দিন আহমেদ বলেন , "আমাদের স্পষ্ট কথা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করতে হবে। এ মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসনের বর্তমানে সক্ষমতা এখনো হয়ে উঠেনি।"
আগে ভিন্নমত থাকলেও আলোচনার মাধ্যমে কোনো সুপারিশের বিষয়ে বৈঠকে একমত হয়েছেন কিনা–এমন প্রশ্নে জালাল বলেন, "দ্বিমত হওয়া বিষয়ে একমত হই নাই। তবে উপজেলা পর্যায়ের নাগরিক কমিটিতে শিক্ষার্থী রাখার প্রস্তাবে আংশিকভাবে একমত হয়েছি।
“কারণ আমরা মনে করি শিক্ষার্থী প্রতিনিধি থাকলে লেখাপড়া ব্যাঘাত ঘটবে। তবে কমিশন বলেছে, শিক্ষার্থীরা জনকল্যাণে কাজ করতে শিখুক। তখন বলেছি থাকতে পারে।"