Published : 05 May 2025, 04:25 PM
দেশে এখন পাঁচ শতাধিক দ্বৈত এনআইডিধারী রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেছেন, এসব নাগরিকের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করা হবে।
সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে হুমায়ুন কবীর বলেন, “জেলা পর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল (গ ক্যাটাগরি), সেটা জেলা অফিসারকেও দায়িত্ব দিচ্ছি। মানুষের সেবা নিশ্চিত করা জন্য যৌক্তিক আবেদন যেগুলো- কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে।
“কমিশন ও সচিবালয় আমরা সবাই মিলে মানুষকে দ্রুত সেবা দিতে চাই। আর আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারি, সেজন্য দায়িত্ব বণ্টন করে দিচ্ছি।”
তিনি বলেন, “ইসি সচিবালয়ের অফিসারদের মাঝেও একটু ক্ষমতা পরিবর্তন করা হয়েছে, যাতে সেবা সহজ হয়। আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি করার ক্ষমতা দেওয়া আছে।”
এনআইডির নামের বানান, বয়সসহ নানা ধরনের তথ্য সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। জেলা, উপজেলা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনে চার ধরনের সংশোধন নিষ্পত্তি করা হয়।
ডিজি হুমায়ুন বলেন, “এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে, মিডিয়ার লোকদের নিয়ে সেমিনার করব। যে কর্মকর্তা সহজীকরণের চিন্তা-ভাবনা করেন, তাদের রাখবে। এর বাইরে আমরা সুধীজনকে রাখবো।”
এই মতবিনিময় সভা চলতি মাসেই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বর্তমানে সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য রয়েছে এনআইডি ডেটাবেজে।
রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে মন্তব্য করে হুমায়ুন কবীর বলেন, ইউএনএইচসিআর ও ইসি ইতোমধ্যে ডেটাবেজ শেয়ার করার উদ্যোগ নিয়েছে।
“রোহিঙ্গা আর বিদেশিদের আমরা আমাদের ডেটাবেজে প্রবেশ করতে দেব না...কোন মন্ত্রণালয়ে যাবে রোহিঙ্গা সার্ভার- এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি। যেখানেই থাকুক- আমরা যদি রোহিঙ্গাদের আঙ্গুলের ছাপ যাচাই করতে পারি, তাহলেই হবে। কাজেই তাদের ভোটার তলিকায় ঢুকে যাওয়া সহজ হবে না। ভোটার হতে আসলে আমরা যত রকমভাবে সম্ভব চেক করে নেব।”
কানাডায় এনআইডি সেবা আগামী সপ্তাহে
কানাডায় আগামী সপ্তাহ থেকে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা (এনআইডি) শুরু হবে বলে জানিয়েছেন ডিজি হুমায়ুন কবীর।
তিনি বলেন, প্রবাসে এনআইডি সেবা চালুর অংশ হিসেবে এবার কানাডায় প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কাজ শুরু করা হবে।
“প্রবাসী ভোটার আমরা অস্ট্রেলিয়াতে চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন ৮টি দেশে চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় শুরু হবে। তখন ৯টা দেশ হবে।”
আরও পড়ুন
ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় 'কঠোর পদক্ষেপ'
প্রবাসে এনআইডি সেবা: পরীক্ষামূলক কার্যক্রম এবার অস্ট্রেলিয়া ও কানাডায়