প্রাথমিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৯টি দেশে এ কার্যক্রম শুরুর সম্মতি পাওয়া গেছে।
Published : 14 Apr 2025, 01:15 PM
প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা (এনআইডি) দিতে অস্ট্রেলিয়া ও কানাডার মিশন অফিসে কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় এই কাজ হাতে নিল।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন ইতোমধ্যে সাতটি দেশে এ সেবা চালু রয়েছে।
“চলতি মাসে আরও দুটি দেশে কারিগরি ও প্রশাসনিক টিমের কাজ শেষে সেবা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।”
সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার ও মালয়েশিয়া- ৭টি দেশের ১১টি দূতাবাস-মিশন অফিসে কাজ চলমান রয়েছে।
২০২৩ থেকে ২০২৪ সালে সাত দেশে ৩৪ হাজারেরও বেশি আবেদন এসেছিল, এরমধ্যে ১১ হাজারেরও বেশি নাগরিক এনআইডি পেয়েছে বলে জানিয়েছে ইসি।।
বর্তমান ইসির উদ্যোগের বিষয়ে ইসির এনআইডি উইং পরিচালক (নিবন্ধন ও প্রবাসী অধিশাখা ) মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা, কানাডার টরোন্টো ও অটোয়ায় নিবন্ধনের প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে।
সব মিলিয়ে এখন ৯ দেশের ১৬টি মিশন অফিসে এনআইডি সেবা চলবে।
তিনি বলেন, “ইসির নিজস্ব দলের (কারিগরি ও প্রশাসনিক) সহযোগিতায় দূতাবাস ও মিশন অফিসে সংশ্লিষ্ট জনবলকে হাতে কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও প্রবাসীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় করবে। এরপর এনআইডি পার্সোনালাইজেশনের ‘টেস্ট অ্যান্ড ট্রায়াল’ করা হবে।
“ইতোমধ্যে এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তার মেলবোর্ন ও সিঙ্গাপুরেও মত বিনিময়করার কথা রয়েছে চলতি মাসে।”
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়।
পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়।
৫ অগাস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এ কার্যক্রমে। এ ধারাবাহিকতায় বর্তমান এএমএম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে।
প্রবাসে ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও এনআইডি সেবা
• একজন প্রবাসীকে প্রবাসে বসেই অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে ভোটার নিবন্ধন ফরম-২(ক) পূরণ করে আবেদন করতে হয়।
• সংশ্লিষ্ট বিদেশি মিশন অফিস হতে ছবি ও বায়োমেট্রিক দেওয়ার জন্য এসএমএস- এর মাধ্যমে তারিখ জানানো হয়।
• নির্ধারিত তারিখে আবেদনকারীকে (পূরণকৃত ফরম-২(ক) প্রিন্ট কপিঅনলাইন জন্ম নিবন্ধন, মেয়াদ সম্বলিত বৈধ পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সশরীরে সংশ্লিষ্ট মিশন অফিসে উপস্থিত হয়ে ছবি ও বায়োমেট্রিক দিতে হয়।।
• সংশ্লিষ্ট মিশন অফিস আবেদনকারীর জমা দেওয়া তিনটি ডকুমেন্ট ( অনলাইন জন্ম নিবন্ধন, মেয়াদ সম্বলিত বৈধ পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি) সিএমএস সফটওয়ারের মাধ্যমে অনলাইনে সংযুক্ত করে বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে তদন্তে পাঠায়।
• সংযুক্ত দলিলাদি ও আবেদনের তথ্যাদি সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্ত করা হয়।
• সরেজমিন তদন্তে আবেদনকারী ভোটার যোগ্য হলে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তদন্ত রিপোর্ট সংযুক্ত করে আবেদনটি এপ্রুভড করেন। (তদন্তে আবেদনকারী ভোটার অযোগ্য হলে আবেদনটি বাতিল করা হয়।)
• এপ্রুভড করার পর বিদেশি মিশন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দেখতে পান।
• এরপর মিশন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর তথ্যাদি (ছবি ও বায়োমেট্রিক) অনলাইনে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করেন।
• কেন্দ্রীয় সার্ভারে পাঠানো তথ্যাদি (ছবি ও বায়োমেট্রিক) তথ্যভাণ্ডারের ১২ কোটিরও বেশি ভোটারের সাথে স্বয়ংক্রিয়ভাবে ম্যাচিং হয়।
• সার্ভারে স্বয়ংক্রিয় ম্যাচিং অন্তে স্বয়ংক্রিয়ভাবেই এনআইডি নম্বর তৈরি হয়।
• আন্তর্জাতিক এসএমএস-এর মাধ্যমে আবেদনকারীর মোবাইল নম্বরে এ এনআইডি নম্বর ও ডাউনলোড লিংক পাঠানো হয়।
• মোবাইলে পাঠানো লিংক হতে আবেদনকারী এনআইডি কার্ডের পিডিএফ কপি মাত্র ১ বার ডাউনলোড ও প্রিন্ট করতে পারেন।
• প্রবাসীদের এনআইডি ১ মাস পর পর স্মার্ট কার্ডে প্রিন্ট করে প্রকল্পের নির্ধারিত ভেন্ডরের মাধ্যমে সংশ্লিষ্ট মিশন অফিসে বিতরণের জন্য পাঠানো হয়।
• নির্বাচন কমিশন হতে প্রাপ্ত স্মার্ট কার্ড বিতরণের জন্য মিশন অফিস হতে সম্ভাব্য সময়কাল এসএমএস-এর মাধ্যমে প্রবাসীদের জানানো হয়।
• প্রবাসীরা নির্ধারিত সময়ের যেকোনো দিন মিশন অফিসে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন।
ইসি কর্মকর্তরা জানিয়েছেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এআইডি সেবা দিতে আইডিইএ প্রকল্পে ৪০টি দেশে কার্য পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।।
এরমধ্যে প্রাথমিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৯টি দেশে এ কার্যক্রম শুরুর সম্মতি পাওয়া গেছে। ইসির অনুমতি সাপেক্ষে বাকি ৩১টি দেশে পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
আরও পড়ুন
প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি
প্রবাসে এনআইডি সেবা: ৪ দেশে যাচ্ছেন ইসি কর্মকর্তারা
স্মার্টকার্ড পেলেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা
প্রবাসে এনআইডি সেবা: ইতালির পর যুক্তরাজ্য ও সৌদিতে শুরু হচ্ছে কার্যক্রম