বর্তমানে যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।
Published : 07 Feb 2025, 08:03 PM
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধি দল।
এসব দেশে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণের মধ্য দিয়ে দুই থেকে তিন মাসের মধ্যে প্রবাসে এনআইডি সেবা আবার চালু করতে চায় সংস্থাটি।
এসব দেশে যাবে ইসির প্রশাসনিক ও কারিগরি দল। অস্ট্রেলিয়ায় যে কারিগরি দলটি যাবে, সেটির নেতৃত্বে থাকবেন এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের নেতৃত্বে কানাডায় যাবে প্রশাসনিক দলটি।
বৃহস্পতিবার ইসির এক অফিস আদেশে বলা হয়, কানাডায় দুটি কারিগরি দল ৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। অপরদিকে প্রশাসনিক দলটি থাকবে ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত।
এরপর প্রশাসনিক দলের তিন সদস্য ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও শিকাগোতে প্রবাসীদের এনআইডি সেবা বিষয়ে মত বিনিময় করবেন।
অস্ট্রেলিয়ায় দুটি কারিগরি দল ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত এবং প্রশাসনিক দল ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত কাজ করবে।
এছাড়া যুক্তরাজ্যে কারিগরি দল থাকবে ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।
কর্মকর্তারা বলেন, ইসির নিজস্ব দলের (কারিগরি ও প্রশাসনিক) সহযোগিতায় দূতাবাস সংশ্লিষ্ট জনবলকে হাতে কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা, স্থানীয় মোবাইল নম্বরে এসএমএস পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম চালানো হবে।
এখন থেকে ১৫ বছর আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে কে এম নূরুল হুদা কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়।
পরে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নেয়। ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়।
৫ অগাস্টের পটপরিবর্তনের পর তৎকালীন কমিশনের পদত্যাগের পর আবার স্থবিরতা দেখা দেয় এ কার্যক্রমে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়ার লক্ষ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
এ ধারাবাহিকতায় এএমএম নাসির উদ্দিন কমিশন নভেম্বরে দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন...
প্রবাসীদের ভোট: 'অনলাইন' পদ্ধতি পরীক্ষা করে দেখবে ইসি
ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম এবার সৌদি আরব-যুক্তরাজ্যে
প্রবাসে এনআইডি সেবা: ইতালির পর যুক্তরাজ্য ও সৌদিতে শুরু হচ্ছে কার্যক্রম
এনআইডি সেবা সহজীকরণে 'তৎপর' ইসি
সবার আগে এনআইডি পাচ্ছেন আমিরাত প্রবাসীরা, বিতরণ শুরু সোমবার
প্রবাসে এনআইডি সেবা এবার যুক্তরাজ্য, সৌদি আরবে
জালিয়াতির মাধ্যমে এনআইডি: নির্বাচন কমিশনের দুই কর্মী বরখাস্ত