দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি নথিবদ্ধ হয়েছে কক্সবাজারে।
Published : 16 Apr 2025, 11:03 PM
টানা কয়েকদিন ধরে দেশজুড়ে চলা গরমের তীব্রতার মধ্যে স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আরও কয়েকদিন বৃষ্টি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বুধবার দুপুর থেকে ঢাকায় শুরু হয় ঝুম বৃষ্টি, থেমে থেমে চলছিল সন্ধ্যা পর্যন্ত। এ সময় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে এতে তীব্র গরমের মধ্যে স্বস্তি ফেরার কথা বলছিলেন তারা।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী কয়েকদিন মোটামুটি বৃষ্টি থাকতে পারে।”
বুধবার ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পরিমাণ বৃষ্টি হয় বলে আবহাওয়ার বুলেটিনে তুলে ধরা হয়েছে।
আর দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি নথিবদ্ধ হয়েছে কক্সবাজারে। এছড়া দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত।
ঝুম বৃষ্টিতে ঢাকার জনজীবনে স্বস্তি
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এদিন দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় সিলেটে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।