“বৃষ্টি হবে, থেমে যাবে, আবার হবে- এমনই চলবে। কখনো বেশি, কখনো কম। এসময় তাপমাত্রাও সহনশীল থাকবে।”
Published : 16 Apr 2025, 04:42 PM
টানা কয়েকদিন ধরে দেশজুড়ে যে গরমের তীব্রতা চলছে, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকার জনজীবনে স্বস্তি ফেরার কথা বলছেন নগরবাসী।
বুধবার দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এসময় অনেককে ভিজে ঘরে ফিরতে দেখা গেছে৷
তারা বলছিলেন, টানা গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে এ বৃষ্টি।
মিরপুরের কালশীর বাসিন্দা আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার বৃষ্টির কারণে একটু হলেও আরাম পাইতাছি। নাহলে অনেক কষ্ট হয়ে যাইত।”
মোহাম্মদপুরের বাসিন্দা আবিদুল ইসলাম বলেন, “এই ধরেন বাসে যাচ্ছি যে গরমটা লাগত; এইটা হচ্ছে না বৃষ্টির কারণে।”
আগামী তিন দিন দেশজুড়েই এমন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার হবে- এমনই চলবে। কখনও বেশি, কখনো কম। এসময় তাপমাত্রাও সহনশীল থাকবে।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আবহাওয়ার পুর্বাভাস বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।