‘এ যেন হঠাৎ বৃষ্টি’
ফাল্গুনের শুরুতে বৃষ্টির আভাস ছিল আগেই, দিনের উত্তাপ কমিয়ে সেটি বাস্তবে রূপ পেল শনিবার। এদিন রাজধানীর বেশ কিছু এলাকায় ঝড়েছে বৃষ্টি। ফলে শীতের ধুলোয় ঢাকা সড়ক ও গাছপালায় ধুয়ে যায়, স্বস্তি প্রকাশ করেন নগরবাসী। যদিও ফুটপাতের ব্যবসায়ী আর খেটে খাওয়া মানুষের পড়েন বিপাকে।