চ্যাম্পিয়ন্স লিগ
Published : 05 May 2025, 10:18 PM
চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে উসমান দেম্বেলেকে নিয়ে পিএসজি শিবিরে যে শঙ্কার মেঘ জমেছিল, তা কিছুটা কেটেছে। চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফরাসি চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার লড়াইয়ের শেষ ধাপে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। প্যারিসে বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।
প্রথম লেগে গত সপ্তাহে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পায় পিএসজি। সেদিন একমাত্র গোলটি করেন দেম্বেলে।
ওই ম্যাচের পুরোটা যদিও খেলতে পারেননি তিনি। ৭০তম মিনিটে মাঠ ছেড়ে সরাসরি টানেলে চলে যান ফরাসি ফরোয়ার্ড।
পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন দেম্বেলে। তাতে ঘরের মাঠে ফিরতি লেগে তার খেলার সম্ভাবনা নিয়ে জাগে শঙ্কা।
তবে, সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ৩৩ গোল ও ১২টি অ্যাসিস্ট করা দেম্বেলের ফেরার সম্ভাবনা সোমবার জোরাল হয়েছে। চোট কাটিয়ে এদিন পুরোদমে অনুশীলন করেছেন ২৭ বছর বয়সী তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপার খোঁজে আছে পিএসজি। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার জন্য লড়ছে তারা। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল দলটির।