Published : 06 May 2025, 01:14 AM
টাকা আত্মসাতের অভিযোগ তুলে কুষ্টিয়ায় এক নারী চিকিৎসককে মারধর করার খবর দিয়েছে পুলিশ।
শহরের কোর্টপাড়া এলাকার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে গত সোমবার এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মারধরের শিকার হওয়া চিকিৎসকের নাম শারমিন সুলতানা। তিনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ। তার স্বামী মাসুদ রানা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
কুষ্টিয়ার কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে শারমিন সুলতানার চেম্বার রয়েছে। এর মধ্যে লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সোমবার দুপুরে হামলার শিকার হন তিনি।
হামলাকারীদের অভিযোগ, চাকরি ও বিভিন্ন ভাতার কথা বলে তিনি অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। কিন্তু তিনি কাউকে চাকরি দেননি এবং সেই টাকাও ফেরত দিচ্ছেন না।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “সেখানে অনেকটা মবের মতো অবস্থা তৈরি হয়েছিল। খবর পেয়ে ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
“যে অভিযোগে ওই চিকিৎসকের ওপর হামলা করেছে, হামলাকারীদের কাছে সেগুলোর কাগজপত্রসহ তথ্যপ্রমাণ চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।“
ঘটনার ভিডিওতে দেখা যায়, শারমিন সুলতানাকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে মারধর করছেন একদল নারী। সেখানে তাদের বলতে শোনা যায়, “টাকা নিয়েছিস, টাকা ফেরত দে।”
শারমিন সুলতানার স্বামী মাসুদ রানার অভিযোগ, “কোন একটি কুচক্রী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। হামলাকারীরা যেসব অভিযোগ দিচ্ছে, তার কোনো ভিত্তি নেই। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি মামলা করব।”
স্ত্রীকে উদ্ধার করতে গিয়েও নিজেও হামলার শিকার হন বলে দাবি করেন মাসুদ রানা।