Published : 06 May 2025, 12:45 AM
কোরবানির ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে ২১ মে। আর ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ৩০মে থেকে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি সিওপিএস তারেক মোহাম্মদ ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় রেলওয়ে মহাপরিচালকের সভাপতিত্বে শনিবারে অনুষ্ঠিত বৈঠকে আগাম ও ফিরতি যাত্রার টিকেট বিক্রির সময়সূচি ঠিক হয়।
রেলওয়ে পর্বাঞ্চলে এবার ঈদযাত্রায় চলবে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন। এছাড়া এই অঞ্চলে ‘ক্যাটেল স্পেশাল ট্রেন‘চলবে ৩ জোড়া।
অগ্রিম টিকেট বিক্রির শুরুর দিন ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকেট।
এরপর ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে দেওয়া হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের এবং ২৭ মে ৬ জুনের অগ্রিম টিকেট দেওয়া হবে।
আগামী ৭ জুন বা ৮ জুন কোরবানের ঈদ হতে পারে হিসেব করে ওই সময়ে টিকেট বিক্রির নির্দেশনা রয়েছে। এবারও ঈদের আগাম ও ফিরতি যাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেল কর্মকর্তা ইমরান বলেন, “আগের ঈদের মতই পশ্চিমাঞ্চলে অগ্রিম টিকেট নির্ধারিত দিনের সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের অগ্রিম টিকেট বেলা ২টা থেকে সংগ্রহ করা যাবে।”
ঈদযাত্রায় অগ্রিম ও ফিরতি টিকেট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকেট নিতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। অগ্রিম ও ফিরতি টিকেটের কোনো রিফান্ডও হবে না।
ফিরতি যাত্রায় ৩০ মে বিক্রি হবে ৯ জুনের টিকেট। ৩১ মে হবে ১০ জুনের, ১ জুন বিক্রি হবে ১১ জুনের, ২ জুন বিক্রি হবে ১২ জুনের টিকেট, ৩ জুন হবে ১৩ জুনের, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের অগ্রিম টিকেট এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের অগ্রিম টিকেট।
পূর্বাঞ্চলে ৫ জোড়া স্পেশাল ট্রেন
এবারে কোরবানির ঈদ যাত্রায় রেলওয়ে পূর্বাঞ্চলে ৫ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে।
এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের জন্য ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এক জোড়া এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে।
এদিকে কোরবানি পশু পরিবহনের জন্য তিন জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আগামী ২ জুন বিকাল ৫টায় ছাড়বে। একইদিন ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৩ টা ৪০ মিনিটে।
পরদিন ৩ জুন বিকাল ৫টায় অপর ক্যাটেল স্পেশাল ট্রেন-৩ দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান।