ছাগল বিষয়ক জটিলতা
রাজভাষায় আলোকপ্রাপ্ত মানুষ গরু অপেক্ষা ছাগলের সঙ্গে নিজেকে অধিক সন্নিবিষ্ট জ্ঞান করে বলেই আপন এবং অপরের সন্তান-সন্ততিদের ‘কিড’ বলে সম্বোধন করে। অভিধানে স্পষ্ট লেখা আছে, কিড শব্দের আক্ষরিক অর্থ ছাগবৎস। এক্ষেত্রে মনুষ্য-ছাগ মিলে-মিশে একাকার।