রোববার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
Published : 06 Apr 2025, 05:04 PM
ঈদ ও সাপ্তাহিক ছুটিসহ টানা নয় দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।
আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও এ সময়ে বৈধ পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন জানান, গত ২৮ মার্চ থেকে শনিবার পর্যন্ত টানা নয় দিন বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার সকাল থেকে যথারীতি এ কার্যক্রম শুরু হয়েছে।
কাস্টমস, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টদের আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি ফিরোজ কবীর বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।