Published : 06 May 2025, 03:50 PM
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিন স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় তিন স্কুলছাত্রী এবং মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে এক কৃষক মারা গেছেন বলে পুলিশ ও প্রশাসন জানিয়েছে।
নিহতরা হল- পাকুন্দিয়ার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা আক্তার (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (১৫) এবং একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
অপরদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে নিহত কৃষকের নাম কডু মিয়া।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই তিন স্কুলছাত্রী বজ্রপাতে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন।
বর্ষাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ইউএনও বলেন, নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
মিঠামইন থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, কৃষক কডু মিয়া একটি খোলা মাঠে ধান শুকাতে দিয়েছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তিনি খলায় থাকা ধান তুলতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।