জেলা প্রশাসনের উদ্যোগে মিরগড় ইকো পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
Published : 03 Apr 2025, 08:46 PM
ঈদের ছুটিতে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়েছেন নানা বয়সি ও শ্রেণি-পেশার মানুষ।
লম্বা ছুটিতে জেলার পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গত কয়েক বছরে ঈদের দিন বা এর পরের ছুটির দিনগুলোতে জেলার কোনো না কোনো স্থানে দুর্ঘটনায় আহত-নিহতের খবর পাওয়া যেত। কিন্তু এ বছর এখন পর্যন্ত ঈদের ছুটির মধ্যে কোনো দুঃসংবাদের মুখোমুখি হতে হয়নি।
ফলে স্বতঃস্ফুর্ত আনন্দের আবহ নিয়েই হিমালয়কন্যা খ্যাত এই জেলার নানা পর্যটনা কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন মানুষ।
ডিসি প্রশাসক মো. সাবেত আলী বলেন, “জেলার সর্বস্তরের মানুষ এবার অন্যরকম ঈদ উদযাপন করছেন। তাদের এই উদযাপন যেন আকর্ষণীয় ও আনন্দময় হয় সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি উদ্যোগে গড়ে তোলা পর্যটন স্পটগুলোতে আগমন সহজ করা হয়েছে।”
ঈদে যেন সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারে সেজন্য তিন দফায় সভা করেছে জেলা প্রশাসন।
প্রতি বছর ঈদের ছুটিতে হাজার হাজার পর্যটক এই জেলায় বেড়াতে আসেন। এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পর্যটকরা।
পর্যটকরা বলছেন, সমতলের চা বাগান, সীমান্তের গ্রাম, বয়ে যাওয়া হাঁটু পানির নদী, প্রাকৃতিক পরিবেশসহ পর্যটন কেন্দ্রগুলোতে মুগ্ধ তারা।
তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, চাওয়াই নদীর পাড়, মিড়গড় ইকো পার্ক, হিমালয় পার্কসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থান ও স্থাপনায় হাজার হাজার মানুষের সমাগম ঘটছে।
সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকরা আনন্দ করছেন এসব স্থানে।
বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরল উপজেলা থেকে গুলজার হোসেন পরিবার নিয়ে এসেছেন তেঁতুলিয়া বেড়াতে।
তিনি বলেন, “ঈদের ছুটিতে পরিবার আর আত্মীয়-স্বজন নিয়ে একসঙ্গে বেড়াতে এসেছেন। এবারের ঈদ একটু অন্যরকম। সড়কে চলা-ফেরায় কোনো ঝুট-ঝামেলা পোহাতে হয়নি। পর্যটন স্পটগুলো ঘুরে দেখেছি। খুব ভালো কাটছে ঈদের ছুটির সময়।”
এবার জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে মিরগড় ইকো পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যা ঈদে পর্যটকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে যোগ হয়েছে।
স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে নানা বয়সি মানুষ ছুটে এসেছেন মিরগর ইকো পার্কে। মানুষদের পদচারণা ও ঈদ আড্ডা জমে উঠেছে পার্কটি।
পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পর্যটন পুলিশ।
পাশাপাশি আছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশও।