জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও শবনম বুবলী অভিনীত এসব সিনেমা ও সিরিজের খবর তুলে ধরেছে গ্লিটজ।
Published : 04 Apr 2025, 11:29 AM
ঈদে টেলিভিশন, পেক্ষাগৃহের পর্দা এবং ইউটিউবের পাশাপাশি নতুন সিরিজ ও সিনেমা এসেছে ওটিটি প্ল্যাটফর্মেও। চরকি, বঙ্গ, হইচই, আইস্ক্রিনে দেখা যাচ্ছে এসব কনটেন্ট।
জয়া আহসান, শবনম বুবলী, জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণদের অভিনীত এসব সিনেমা ও সিরিজের খবর তুলে ধরেছে গ্লিটজ।
চরকিতে 'মাইশেলফ অ্যালেন স্বপন ২'
সাত পর্বের ওয়েব সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন ২' দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গত রোববার থেকে দেখা যাচ্ছে সিরিজটি। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলোর জট খুলতে দেখা গেছে। পাশাপাশি ৪০০ কোটি টাকার বিভিন্ন অংশীদার এবং সেই টাকা নিয়ে ধরা পড়তেও দেখা গেছে স্বপনকে।
সিরিজের প্রধান চরিত্র ‘অ্যালেন স্বপনে’ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমেও। এবার মৌসুমে নতুন করে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান।
জয়ার 'জিম্মি' হইচইয়ে
নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ 'জিম্মি' দেখা যাচ্ছে গত শুক্রবার থেকে। হইচইয়ে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রী জয়া আহসানের।
সিরিজের গল্পে দেখা গেছে বিদ্যুৎ অফিসের রেকর্ডরুমে কাজ করার সময় ৫০ লাখার একটি বাক্স হাতে আসে রুনা লায়লার। সেই টাকা ফেরত না দিয়ে খরচ শুরু করেন ওই নারী। যা চোখে পড়ে যায় লায়লার সহকর্মীদের। পরে ওই অবৈধ টাকা ঘিরে নানা ধরনের বিপদ ঘটতে থাকে তার জীবনে।
লায়লার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।
আইস্ক্রিন ওয়েব ফিল্ম 'ছায়া'
আইস্ক্রিনে গত সোমবার থেকে দেখা যাচ্ছে সিনেমা 'ছায়া'। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, আসিফ নূর, সুষমা সরকার, সিমরিন লুবাবা ও অর্ণিলসহ অনেকে।
অনাদর, ঘৃণা, উপহাসের স্বীকার হওয়া নিষ্পাপ দুটি জীবনের হাসি-কান্না, দুঃখ-কষ্টের গল্পের সিনেমা ‘ছায়া।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই এই সিনেমাটি নির্মাণ করেছেন সুমন। সিনেমায় মায়ের মৃত্যুর পর সৎ মায়ের অত্যাচারের শিকার হওয়া দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরান ও শুভ। তাদের পাশে দাঁড়ানো আইনজীবী চরিত্রে দেখা গেছে শবনম বুবলীকে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটিতে মুক্তি পেয়েছে।
বঙ্গতে অপূর্ব ফারিণের 'হাউ সুইট'
রোমান্টিক এবং কমেডি গল্পের সিনেমা 'হাউ সুইট' দেখা যাচ্ছে গত সোমবার থেকে। কাজল আরেফিন অমির পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। বিয়ে বাড়ি থেকে পালানো পাত্রী ফারিণ এবং আলোকচিত্রী অপূর্বর গল্পে এগিয়ে গিয়েছে সিনেমাটি।
ফারিণের ধাক্কায় পানিতে অপূর্বর ক্যামেরার লেন্স পড়ে যাওয়া থেকে শুরু হয় ঘটনার সূত্রপাত। বিয়ে বাড়ি থেকে পালিয়ে ফারিণ তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়, লেন্সের ক্ষতিপূরণ নিতে সেখানে পৌঁছে যায় অপূর্ব। সেখানকার এক স্থানীয় মাস্তান আটকে রাখে ফারিণকে। ফারিণকে উদ্ধারের নানা হাসির ঘটনা দেখা যায় সিনেমায়।
এতে অপূর্ব-ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ, সুষমা সরকারসহ অনেকে।