Published : 06 May 2025, 12:18 PM
আপাদমস্তক কালো পোশাক, গলায় হার ও হাতে কারুকাজ করা লাঠি-এই সাজে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালায়’ প্রথমবারের মত অংশ নিয়েছেন বলিউডি তারকা শাহরুখ খান।
এনডিটিভি লিখেছে, বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে ফ্যাশনের ওই আন্তর্জাতিক ইভেন্টে হেঁটেছেন হিন্দি সিনেমার এই তারকা।
শাহরুখ খোলা শার্টের ওপর পা পর্যন্ত লম্বা ট্রেঞ্চ কোর্ট গায়ে চড়িয়েছেন, যার দুটোর রংই কালো। গলায় একের পর এক চেইন ও হার, সেগুলোর একটিতে ‘এসআরকে’ অক্ষরের লকেট আছে, আর সবচেয়ে লম্বা চেইনের সঙ্গে ঝুলছে হীরাখচিত ‘কে’ অক্ষরের লকেট।
নায়ক বাম হাতে পরেছেন ঘড়ি, ডান হাতে ধরেছেন লাঠি, যেটির মাথা কারুকাজ করা। এছাড়া দুই হাতের আঙুলেই একাধিক আংটির সমাহারও দেখা গেছে শাহরুখের।
মেট গালার মঞ্চে এসে হাসি মুখে হাত নাড়িয়েছেন শাহরুখ। ভোলেনি দুই হাত দুইপাশে প্রসারিত করে তার ‘সিগনেচার পোজ’ দিতেও।
শাহরুখ যাবেন 'মেট গালায়', এই প্রথম
শাখরুখ খানের এই মেট গালা লুক তার ম্যানেজার পুজা দদলানি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।
এর আগেও মেট গালায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা গত কয়েক বছরে তার ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন। এবারো আছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কিয়ারা আদভানি। প্রথম সন্তানের অপেক্ষায় আছেন কিয়ারা। মেট গালায় বেবিবাম্প নিয়ে এই নায়িকার উপস্থিতি সাড়া ফেলেছে। তবে শাহরুখই হলেন বলিউডের প্রথম পুরুষ, যিনি মেট গালার গালিচায় হাঁটলেন।
প্রতি বছরই মেট গালায় আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। সেই ‘থিম’ বা ভাবনার সঙ্গে সাদৃশ্য রেখে পোশাক পরেন আমন্ত্রিতেরা।
এ বছরের মেট গালার মূল ভাবনা জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের শেষে। বলা হয়েছিল ২০২৫ সালের মেট গালার ভাবনা অনুপ্রাণিত হবে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিমের’ নাম ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। সেই ভাবনা মাথায় রেখে শাহরুখের জন্য পোশাক তৈরি করেছেন সব্যসাচী।
এছাড়া দুই দশকের মধ্যে এবাররই প্রথম পুরুষদের ফ্যাশনের প্রতি জোর দেওয়া হয়েছে।